দিনাজপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি

স্থানাঙ্ক: ২৫°৩৭′২৩″ উত্তর ৮৮°৩৮′৪৬″ পূর্ব / ২৫.৬২৩১৮৯° উত্তর ৮৮.৬৪৬০৩০° পূর্ব / 25.623189; 88.646030
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিনাজপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি
Dist institute.png
ধরনবেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট
স্থাপিত২০০৯
অধ্যক্ষমামুনুর রশীদ
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৫৯
অবস্থান
বালুয়াডাঙ্গা শহীদ মিনার, পাহাড়পুর, দিনাজপুর

২৫°৩৭′২৩″ উত্তর ৮৮°৩৮′৪৬″ পূর্ব / ২৫.৬২৩১৮৯° উত্তর ৮৮.৬৪৬০৩০° পূর্ব / 25.623189; 88.646030
শিক্ষাঙ্গনশহুরে
২১.৪ একর (৮.৭ হেক্টর)
অধিভুক্তিবাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড
ওয়েবসাইটwww.distdinajpur.edu.bd
Map

দিনাজপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি বাংলাদেশের একটি বৃহৎ বেসরকারি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান। এই ইনস্টিটিউটটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।

ইতিহাস[সম্পাদনা]

উত্তরের জেলা দিনাজপুরের কৃষি নির্ভর অনগ্রসর জনগোষ্ঠির একটা বড় অংশ যাদের জীবন মান উন্নয়নে শুধু চাকুরী নয় ব্যক্তি উদ্যাক্তা হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা বিবেচনা করেয় রেখেই ২০০৯ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদন নিয়ে ব্যাক্তি উদ্যোগে দিনাজপুর শহরের প্রাণ কেন্দ্রে দিনাজপুর ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (DIST) প্রতিষ্ঠিত হয়। ২০১০-১১ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারং কোর্সে দুটি টেকনোলজিতে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে মোট টেকনোলজির সংখ্যা ৮টি এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০০০ জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর এর তত্তাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে এবং প্রতিষ্ঠানটির একাডেমিক দিকটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। [১]

টেকনোলজি সমূহ[সম্পাদনা]

  1. ইলেকট্রিক্যাল
  2. সিভিল
  3. মেকানিক্যাল
  4. কম্পিউটার
  5. টেক্সটাইল

লাইব্রেরী[সম্পাদনা]

অত্র প্রতিষ্ঠানের একটি বিশাল লাইব্রেরি রয়েছে যেখানে প্রায় ৩৫৬৫৮ টি বই রয়েছে জ্ঞান অর্জনের জন্য।

ছাত্রাবাস[সম্পাদনা]

অত্র ইনস্টিটিউটে ছেলেদের জন্য ২ টি ছাত্রাবাসে ২৪০ জন এবং মেয়েদের জন্য ১ টিতে ১০০ জন থাকার ব্যবস্থা রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Home » Dinajpur Institute of Science & Technology"www.distdinajpur.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]