দিওয়ানুল আজিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিওয়ানুল আজিজ
লেখকআজিজুল হক
দেশবাংলাদেশ
ভাষাআরবি (মূল)
বিষয়কবিতা
মিডিয়া ধরন

দিওয়ানুল আজিজ একটি আরবি কাব্যগ্রন্থ। এই গ্রন্থে আজিজুল হক রচিত কাব্যসমূহ সংকলিত হয়েছে। গ্রন্থটি জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা সহ বিভিন্ন মাদ্রাসার পাঠ্যভুক্ত রয়েছে। কাব্যসমূহ কয়েকজন আরবি সাহিত্যিক কর্তৃক প্রশংসিত হয়েছে। ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি আবদুল হাই পাহাড়পুরী ‘আরবি সাহিত্যে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)’ শীর্ষক সেমিনারে গ্রন্থটির পাঠ উদ্বোধন করেন।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইকবাল, আমিন (২৮ ফেব্রুয়ারি ২০১৪)। "'দিওয়ানুল আজিজ' :নবীপ্রেমের নিদর্শন"সমকাল। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২১