দাম্বার সিংহ গুরুং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দাম্বার সিংহ গুরুং (২৩ জানুয়ারী ১৯১৫ - ৭ এপ্রিল ১৯৪৮) একজন ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী এবং সমাজকর্মী ছিলেন। ১৯৪৩ সালে তিনি একটি রাজনৈতিক দল আখিল ভারতীয় গোর্খা লীগ প্রতিষ্ঠা করেন। তিনি পশ্চিমবঙ্গ কালিম্পংয়ে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৮ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত ভারতের গণপরিষদে ভারতীয় গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছিলেন,[১] পরে আরি বাহাদুর গুরুং তাঁর স্থান গ্রহণ করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Constituent Assembly OF INDIA Debates (Proceedings)- Volume VII ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ নভেম্বর ২০১১ তারিখে 4 November 1948, Parliament website.