দক্ষিণ রাঢ়ী কায়স্থ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাঙালি কায়স্থদের চারটি শ্রেণীর মধ্যে অন্যতম একটি হলো দক্ষিণ রাঢ়ী কায়স্থ। মধ্যযুগ থেকে ব্রিটিশ শাসনকাল অব্দি এই শ্রেণীর কায়স্থরা সুপ্রসিদ্ধ ছিল।

অবস্থান[সম্পাদনা]

মূলত দক্ষিণ রাঢ় ও তৎসংলগ্ন অঞ্চল (দক্ষিণ বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদের পূর্বাংশ, হুগলী, হাওড়া, কলকাতা, ২৪ পরগনা, মেদিনীপুর) এবং চট্টগ্রামে এই শ্রেণীর কায়স্থদের সংখ্যাধিক্য ছিল।

বিভাগ[সম্পাদনা]

দক্ষিণ রাঢ়ী কায়স্থরা মূলত দুই ভাগে বিভক্ত - কুলীন ও মৌলিক।

১)কুলীন - ঘোষ (আকনা, বালি সমাজ), বসু ( বাগণ্ডা, মাহীনগর সমাজ), মিত্র ( বড়িশা, টেকা সমাজ) এই তিনঘর।

২)মৌলিক দুইভাগে বিভক্ত। যথা -

  • সিদ্ধ মৌলিক - এরা আটঘর নামেও পরিচিত। এদের পদবিগুলি হলো "দেব, দত্ত, দাস, সিংহ, কর, সেন, গুহ, পালিত" ।
  • সাধ্য মৌলিক - এরা বাহাত্তর ঘর নামেও পরিচিত, তবে এদের সবগুলি পদবী এখন আর দেখা যায়না। এর মধ্যে প্রচলিত কিছু পদবী হলো - নাগ, পাল, ভদ্র, ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, সোম, আদিত্য, হোড়, গুণ, বর্ধন, নন্দী, ধর ইত্যাদি।

গুরুত্বপূর্ন বংশ[সম্পাদনা]

  • শোভাবাজার রাজবংশ
  • উলা-বীরনগরের মিত্র মুস্তাফি বংশ
  • আন্দুল রাজবংশ
  • হাটখোলা দত্তবংশ
  • পটলডাঙ্গা বসুমল্লিক বংশ
  • কোদালিয়া বসুবংশ
  • আঁটপুর মিত্র বংশ
  • মেদিনীপুর মল্লিক বংশ