ত্রিশরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ত্রিশরন (তিসরন) থেকে পুনর্নির্দেশিত)
সাঁচি স্তুপে অঙ্কিত ত্রিশরণ প্রতিক চিহ্ন

ত্রিশরণ, ত্রিরত্ন বা রত্নত্রয় (সংস্কৃত: त्रिरत्न), (পালি: তিসরন), (ইংরেজি: Three Jewels), বৌদ্ধ ধর্মীয় মন্ত্র। বৌদ্ধ ধর্মাবলম্বীরা শাক্যমুনি বুদ্ধের সামনে এই রত্নত্রয় গ্রহণ করেন।

এই ত্রিরত্ন বা ত্রিশরণ হলো:

  • বুদ্ধ: যিনি আলোকপ্রাপ্ত হয়েছেন (অমিতাভ) বা বোধিলাভ করেছেন অর্থাৎ শাক্যমুনি বুদ্ধ। আক্ষরিক অর্থে "বুদ্ধ" বলতে একজন জ্ঞানপ্রাপ্ত, উদ্বোধিত, জ্ঞানী, জাগরিত মানুষকে বোঝায়।
  • ধর্ম: সংস্কৃত:धर्म, পালি: ধম্ম। অর্থাৎ বুদ্ধের শিক্ষা, অর্থাৎ যে সাধনা অভ্যাস দ্বারা সত্য লাভ হয়, হয় আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ।
  • সংঘ: যেখানে পূর্ণ জ্ঞান লাভের জন্য ধর্মের সাধনা সম্যকভাবে করা যায় তাই সংঘ।[১] বুদ্ধ গুণ, ধম্ম গুণসংঘ গুণ অচিন্তণীয় বলে বৌদ্ধ গ্রন্থে উল্লেখ করা আছে।

ত্রিশরন মন্ত্র[সম্পাদনা]

  • বুদ্ধং শরণং গচ্ছামি - আমি বুদ্ধের শরণ নিলাম।
  • ধম্মং শরণং গচ্ছামি - আমি ধর্মের শরণ নিলাম।
  • সংঘং শরণং গচ্ছামি - আমি সংঘের শরণ নিলাম।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hanh, Thich Nhat (১৯৯১)। Old Path White Clouds: walking in the footsteps of the Buddha। Parallax Press। পৃষ্ঠা 157–161। আইএসবিএন 0-938077-26-0 

বহিঃসংযোগ[সম্পাদনা]