তেলেঙ্গানা জনতা পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তেলেঙ্গানা জনতা পার্টি (তেলেঙ্গানা পিপলস পার্টি), ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি রাজনৈতিক দল তেলেঙ্গানা অঞ্চলের জন্য রাষ্ট্রীয় মর্যাদার জন্য কাজ করে। টিজেপি ২০০৪ সালের মার্চ মাসে অসন্তুষ্ট ভারত রাষ্ট্র সমিতির নেতা মুরলীধর রাও দেশপান্ডে চালু করেছিলেন। দেশপান্ডে টিজেপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

টিজেপি জনতা পার্টির সুব্রহ্মণ্যম স্বামীর অনুগত।

টিজেপি তেলেঙ্গানা রাষ্ট্র সাধনা ফ্রন্টে যোগ দিয়েছিল।