তেরাসা অলিম্পিক স্টেডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তেরাসা অলিম্পিক স্টেডিয়াম
মানচিত্র
অবস্থানতেরাসা, ক্যাটালোনিয়া, স্পেন
ধারণক্ষমতা
১১,৫০০[১]
উপরিভাগঘাস
নির্মাণ
উদ্বোধন১৯৫৫
পুনঃসংস্কার১৯৯১
ভাড়াটে

তেরাসা অলিম্পিক স্টেডিয়াম (স্পেনীয়: Estadi Olímpic de Terrassa) হল স্পেনের তেরাসাতে অবস্থিত একটি স্টেডিয়াম যার ধারণক্ষমতা ১১,৫০০।[২] এটি ফুটবলফিল্ড হকি ম্যাচ আয়োজন করে থাকে।

১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতায় এই স্টেডিয়ামে ফিল্ড হকি ম্যাচগুলি আয়োজিত হয়েছিল। ১৯৯১ সালে পুনঃসংস্কার করা হয়।

২০০৬-এর ২৪ মে একটি আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ( কাতালুনিয়া বনাম  কোস্টা রিকা)। কাতালুনিয়া ২–০ গোলে জয়লাভ করেছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The latest news from Terrassa FC: squad, results, table"www.besoccer.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২২ 
  2. "Terrassa FC - Tercera División G 5"www.resultados-futbol.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২২