তৃতীয় ইয়াযদগারদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(তৃতীয় ইয়াজদিগার্দ থেকে পুনর্নির্দেশিত)
তৃতীয় ইয়াজদিগার্দ
পারস্যের শাহেনশাহ
তৃতীয় ইয়াজদিগার্দের শাসনামলের মুদ্রা
রাজত্ব১৬ই জুন ৬৩২ খ্রিষ্টাব্দ – ৬৫১ খ্রিষ্টাব্দ
পূর্বসূরিবুরানদাখত
উত্তরসূরিকার্যালয় বিলুপ্ত
জন্ম৬২৪ খ্রিষ্টাব্দ
মৃত্যু৬৫১ খ্রিষ্টাব্দ (২৭ বছর বয়স)
মার্ভ‌
বংশধরতৃতীয় পেরোজ (তৃতীয় ইয়াজদিগার্দের সিংহাসনের ওয়ারিশ যিনি পরবর্তীতে ট্যাং চীনের একজন সেনাপতি হন)
ইজদান্দাদ (ইয়াজাদ্দাদ)
রাজবংশসসনিয়ন রাজবংশ
পিতাশাহরিয়ার
মাতাঅজানা এক মহিলা, শাহরিয়ারের স্ত্রী
ধর্মজরথুষ্ট্রীয়

তৃতীয় ইয়াজদিগার্দ (ফারসি: یزدگرد سوم) (ইয়াজদিগার্দ শব্দের অর্থ “দেবতার সৃষ্টি”) ছিলেন পারস্যের সাসানীয় সাম্রাজ্যের অষ্টাত্রিংশ ও শেষ জরথুষ্ট্রীয় সম্রাট (ইরানের সর্বশেষ সম্রাট হচ্ছেন মুহাম্মদ রেজা শাহ পাহলভী)।[১] তিনি ৬৩২ খ্রিষ্টাব্দ থেকে ৬৫১ খ্রিষ্টাব্দ পর্যন্ত পারস্য সাম্রাজ্যের সম্রাট ছিলেন। তার পিতার নাম ছিল শাহরিয়ার যিনি ছিলেন সম্রাট দ্বিতীয় খসরুর এক পুত্র।[২] সম্রাট তৃতীয় ইয়াজদিগার্দের শাসনামলে পারস্য সাম্রাজ্য অনেক দুর্বল হয়ে উঠে। ইয়াজদিগার্দের সিংহাসন আরোহণের এক বছর পর পারস্য সাম্রাজ্যে মুসলিম আরবরা খলিফা আবু বকর (رضي الله عنه)-এর অধীনে সামরিক অভিযান চালায়। ৬৫১ খ্রিষ্টাব্দে খলিফা ওমর ইবনে আল-খাত্তাব (رضي الله عنه)-এর শাসনামলে তৃতীয় ইয়াজদিগার্দের পতন হয়, যার ফলে পারস্য সাম্রাজ্য ইসলামী খিলাফতের অধীনে আসে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Department of Ancient Near Eastern Art (অক্টোবর ২০০৩)। "The Sasanian Empire (224-651 A.D.)"Heilbrunn Timeline of Art History। New York। 
  2. Bearman, P.; Th. Bianquis, C.E. Bosworth, E. van. Donzel, W.P. Heinrichs (২০১৩)। "Yazdajird III"। Encyclopaedia of Islam, Second Edition