বিষয়বস্তুতে চলুন

তুহফাত উল মুজাহিদিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তুহফাত উল মুজাহিদীন ফি বাদি আখবার আল বুরতাগালিয়িন' (আরবি: تحفة المجاهدين في بعض الأخبار البرتغاليين ) যা "তুহফাতুল মুজাহিদিন" নামেও পরিচিত, হলো মারাক্কার এবং মাপ্পিলা মুসলমানদের সংগ্রাম নিয়ে লিখিত যাইনুদ্দিন মাখদুম র. এর একটি ঐতিহাসিক রচনা। এতে ১৬ শতকে মারাক্কার, মাপিলা মুসলিম, মালাবার অঞ্চল, দক্ষিণ কানারাপর্তুগিজ ঔপনিবেশিক বিষয়ে ঐতিহাসিক লেখা আছে। এটি কেরালা সম্পর্কে প্রথম ঐতিহাসিক রচনা, যা একজন কেরালাই দ্বারা রচিত। বইটিতে মালাবার উপকূলে পর্তুগিজদের ঔপনিবেশিক প্রচেষ্টার বিরুদ্ধে ১৪৯৮ থেকে ১৫৮৩ সাল পর্যন্ত কালিকটের জামোরিনের পাশাপাশি কুঞ্জলি মারাক্করের নৌবাহিনীর প্রতিরোধের বর্ণনা রয়েছে। সেই যুগের কালানুক্রমিক ঘটনার পাশাপাশি বইটিতে ঘটনাবলী বিশ্লেষণের পাশাপাশি তৎকালীন মানুষের জীবনধারা, রীতিনীতি ও প্রচলিত পারিবারিক কাঠামোরও বর্ণনা রয়েছে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. AG Noorani "Islam in Kerala"। ২০১২-১২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-০৫