তুর্কি মহান জাতীয় সভা নির্বাচন, ১৯২০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তুর্কি মহান জাতীয় সভা নির্বাচন, ১৯২০

← ১৯১৯ ১৯২০ ১৯২৩ →

তুরস্কের মহান জাতীয় সভার ৪৩৬ আসন
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ২১৮টি আসন

নির্বাচিত স্পিকার

মোস্তফা কামাল আতাতুর্ক
এআরএমএইচসি

নতুন মহান জাতীয় সভায় প্রতিনিধি নির্বাচন করার জন্য ১৯২০ সালে উসমানীয় সাম্রাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।[১] নির্বাচনে আনাতোলিয়া ও রুমেলিয়ার অধিকার রক্ষা সংগঠনের (তুর্কি: Anadolu ve Rumeli Müdafaa-i Hukuk Cemiyeti) আধিপত্য ছিলো, এটি তুরস্কের মিত্রবাহিনীর দখলের বিরুদ্ধে প্রতিবাদকারী জাতীয়তাবাদী স্থানীয় গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত হয়েছিলো।

পটভূমি[সম্পাদনা]

১৯১৯ সালের সাধারণ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ ১২ জানুয়ারি ১৯২০ তারিখে ইস্তাম্বুলে আহ্বান করা হয়। যাইহোক, জাতীয় চুক্তির অনুমোদনের ফলে মিত্র বাহিনী ১৬ মার্চে শহরটি দখল করে। বেশ কয়েকজন সাংসদকে গ্রেফতার ও নির্বাসিত করা হয়। ষষ্ঠ সুলতান মুহাম্মদ ১১ এপ্রিল সংসদ ভেঙে দেন।[২]

ইস্তাম্বুল দখল করার পর তুর্কি জাতীয় আন্দোলনের নেতা মোস্তফা কামাল ১৯ মার্চে প্রাদেশিক কর্তৃপক্ষ ও সেনা কমান্ডারদের কাছে টেলিগ্রাম পাঠান যাতে তাদের একটি মহান জাতীয় সভার জন্য নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়।[১]

পরিণতি[সম্পাদনা]

নির্বাচনের পর নতুন মহান জাতীয় সভা ২৩ এপ্রিল ১৯২০ তারিখে আঙ্কারায় মিলিত হয়, এর চেয়ারম্যান ছিলেন মোস্তফা কামাল।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Weiner, Myron; Özbudun, Ergun (১৯৮৭)। Competitive Elections in Developing Countries। Duke University Press। পৃষ্ঠা 336। আইএসবিএন 0-8223-0766-9 
  2. Hasan Kayalı (1995) "Elections and the Electoral Process in the Ottoman Empire, 1876-1919" International Journal of Middle East Studies, Vol. 27, No. 3, pp 265–286
  3. Dilip Hiro (2009) Inside Central Asia: A Political and Cultural History of Uzbekistan, Turkmenistan, Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, Turkey, and Iran, Penguin