বিষয়বস্তুতে চলুন

তুফান (২০২১-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তুফান
তুফান চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাকেশ ওমপ্রকাশ মেহরা
প্রযোজক
  • রিতেশ সিদ্ধওয়ানি
  • ফারহান আখতার
  • রকেশ ওমপ্রকাশ মেহরা
  • পি.এস. ভারতী
  • রাজীব টন্ডন
রচয়িতাআঞ্জুম রাজাবলী
শ্রেষ্ঠাংশে
সুরকার
  • শঙ্কর-এহসান-লয়
  • তানিশক বাগচি
চিত্রগ্রাহকঅনয় গোস্বামী
সম্পাদকনম্রতা রাও
প্রযোজনা
কোম্পানি
* রোমপ পিক্সেল
  • এক্সেল এন্টারটেইনমেন্ট
পরিবেশক
  • এএ ফিল্মস
  • জি স্টুডিওস ইন্টারন্যাশনাল
মুক্তি১৬ অক্টোবর ২০২১
দেশভারত ভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৭২ কোটি

তুফান ভারতীয় হিন্দি ভাষার ক্রীড়া ভিত্তিক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং প্রযোজনা করেছেন রিতেশ সিদ্ধওয়ানি, ফারহান আখতার, রাকেশ ওমপ্রকাশ মেহরা, পি.এস. ভারতী, রাজীব টন্ডন। চলচ্চিত্রটি ১৬ জুলাই ২০২১ সালে মুক্তি পায়। চলচ্চিত্রে মুল ভুমিকাতে অভিনয় করেছেন ফারহান আখতারম্রুনাল ঠাকুর। এটি একটি বক্সিংয়ের ম্যাচ জয়ের জন্য কঠোর পরিশ্রম করার গল্প। অভিনীত এই চলচ্চিত্রটির গল্প, বক্সিংয়ের গল্প বলে পরেশ রাওয়াল এতে ফারহান আখতার এর কোচের ভূমিকায় অভিনয় করেন।[][]

ছবিটি ১৬ই জানুয়ারী ২০১৯ এ আখতার এবং মেহরা ঘোষণা করেছিল। রাওয়াল এবং তালওয়ার মে ২০১৮-তে অভিনেতায় যোগদান করেছিলেন। পরে ঠাকুর পরে সেপ্টেম্বরে ২০১৯ সালে কাস্টে যোগ দিয়েছিলেন ২৪ ছবিটির মূল ফটোগ্রাফি ২৪ আগস্ট ২০১৯ থেকে শুরু হয়েছিল।

কাহিনী

[সম্পাদনা]

অভিনয়

[সম্পাদনা]

প্রযোজনা

[সম্পাদনা]

ছবিটি ১৬ই জানুয়ারী ২০১৯ সালে একটি ইনস্টাগ্রাম পোস্টে আক্তার দ্বারা ঘোষণা করা হয়েছিল। চলচ্চিত্রের প্রধান ফটোগ্রাফি ২৪ আগস্ট ২০১৯ এ শুরু হয়েছিল।

ছবিটির প্রথম লুক পোস্টারটি ৩০ সেপ্টেম্বর ২০১৯ সালে উন্মুক্ত করা হয়েছিল।

ছবিটি ২০২০ সালের ২ অক্টোবর নাট্যমঞ্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "TOOFAN: Farhan Akhtar and Rakeysh Omprakash Mehra kick-start the shoot on Janmashtami"Bollywood Hungama। ২৫ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯ 
  2. "'The calm before the storm': Farhan Akhtar and Rakeysh Omprakash Mehra's Toofan begins shooting"Times Now। ২৫ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]