তিলকনগর (মুম্বাই)
তিলকনগর | |
---|---|
মুম্বাইয়ে অবস্থান | |
স্থানাঙ্ক: ১৯°০৩′৫৭″ উত্তর ৭২°৫৩′২৪″ পূর্ব / ১৯.০৬৫৮° উত্তর ৭২.৮৮৯৯° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
জেলা | মুম্বাই শহরতলি জেলা |
শহর | মুম্বাই |
সরকার | |
• ধরন | পৌর নিগম |
• শাসক | বৃহত্তর মুম্বাই পৌর নিগম (MCGM) |
ভাষা | |
• দাপ্তরিক | মারাঠি ভাষা |
সময় অঞ্চল | ভাপ্রস (ইউটিসি+৫:৩০) |
পিন | ৪০০০৮৯ |
এলাকা কোড | ০২৩ |
যানবাহন নিবন্ধন | এমএইচ ০৩ |
তিলকনগর হলো মুম্বাইয়ের একটি আবাশিক শহরতলি এলাকা। একই নামে মুম্বাই শহরতলি রেলওয়ের হারবার লাইনে একটি রেলওয়ে স্টেশনও রয়েছে। মুম্বাইয়ের এই শহরতলি স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের নামে নামকরণ করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
তিলকনগরে বসবাসকারী উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- অনিল কাপুর
- অনন্ত জোগ
- বিজয় পাটকর
- ছোট রাজন
- বড় রাজন
- লালচাঁদ রাজপুত
- মছীন্দ্র কাম্বলী
- বৈভব মঙ্গলে
- টনি জোস
- জয় ভানুশালী
গণপতি উদযাপন[সম্পাদনা]
তিলকনগর মূলত মারাঠি হিন্দু প্রধান এলাকা হওশার কারণে এখানে চেম্বুরের নিকটবর্তী এলাকা এবং শহরের অন্যান্য অংশ থেকে অতিরিক্ত শ্রোতাদের সাথে সেখানে নিয়মিত বহু ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিলকনগর এখানকার গণপতি মণ্ডপের সজ্জার জন্য বিখ্যাত। স্টেশনের কাছেই ইনফ্যান্ট যিশু চ্যাপেল সহ এখানে যথেষ্ট খ্রিস্টান জনসংখ্যা রয়েছে।[১]
পরিবহন[সম্পাদনা]

তিলকনগরে অটোরিকশা, বিইএসটি (বেস্ট) বাস ও ট্রেন হলো গণ-পরিবহনের মাধ্যম। কলোনিটি তিলক নগর রেলওয়ে স্টেশন হয়ে মধ্য রেলওয়ের হারবার লাইন দ্বারা পরিসেবা করা হয়। বিদ্যাবিহার ও চেম্বুর স্টেশনও এর কাছাকাছি অবস্থিত। লোকমান্য তিলক টার্মিনাস (কুরলা টার্মিনাস)-এ যেতে হলে তিলক নগর স্টেশনের মাধ্যমেই যেতে হয়। এখান থেকে চেম্বুর মনোরেল স্টেশন ও ঘাটকোপার মেট্রো স্টেশনও সহজে যাওয়া সম্ভব।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Rajan's Ganpati show-of-strength diminishes"। The Times of India। ২৩ আগস্ট ২০০৩। ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১১।. The Times of India. 23 August 2003. Archived from the original ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-০৯-২২ তারিখে on 22 September 2012. Retrieved 21 August 2011.