তিরুপোরূর
তিরুপোরূর திருப்போரூர் | |
---|---|
নগর পঞ্চায়েত | |
তামিলনাড়ুতে তিরুপোরূরের অবস্থান | |
স্থানাঙ্ক: ১২°৪৩′১৫″ উত্তর ৮০°১১′১২″ পূর্ব / ১২.৭২০৯১° উত্তর ৮০.১৮৬৬৫° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেঙ্গলপট্টু |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৮,৩০২ |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০৩১১০ |
টেলিফোন কোড | ৯১-৪৪ |
যানবাহন নিবন্ধন | TN-19 (টিএন-১৯) |
তিরুপোরূর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলার একটি নগর পঞ্চায়েত। শহরের মধ্যস্থলে রয়েছে তিরুপোরূর স্কন্দস্বামী মন্দির৷ মন্দিরে নিকটে একটি বড় আকারের পবিত্র জলাশয় রয়েছে। শহরটি পুরাতন মহাবলীপুরম সড়কের ওপর অবস্থিত যার একদিকে রয়েছে কেলমবক্কম এবং অপরদিকে সড়কের ওপর রয়েছে আলাতুর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট।
জনতত্ত্ব
[সম্পাদনা]২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে তিরুপোরূরের জনসংখ্যা ছিলো ৮,৩০২ জন,[১] যার মধ্যে ৪,১৮১ জন পুরুষ ও ৪,১২১ জন নারী৷ শিশু সংখ্যা ১,০৪৯ জন, যার মধ্যে শিশুপুত্র ৫৪৬ ও শিশুকন্যা ৫০৩ জন৷ মোট সাক্ষরতার হার ৮০.০১ শতাংশ যেখানে পুরুষ সাক্ষরতার হার ৮৮.৪৫ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৭১.৫৩ শতাংশ৷
২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে তিরুপোরূর লোকালয়ের জনসংখ্যা ছিল ১৩,৬৬৬ জন, যেখানে প্রতি হাজার পুরুষে ৯৪৫ জন নারী বাস করতেন।[৩] মোট শিশু সংখ্যা ১,৫৫২ জন, যা মোট জনসংখ্যার ১১.৩৬ শতাংশ। শহরটির সাক্ষরতার হার ছিল ৮৪.৫২ শতাংশ যা জাতীয় সাক্ষরতার হারের তুলনায় বেশি, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯০.৬০ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৭৮.০৪ শতাংশ।[৩] শহরে মোট পরিবার সংখ্যা ৩,২৫৬ টি।
ইতিহাস
[সম্পাদনা]শ্রী স্কন্ধস্বামী মন্দির বা সুব্রহ্মণ্যস্বামী মন্দির তিরুপোরূর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত৷ পল্লব রাজাদের রাজত্বকালে তামিলনাড়ুতে নির্মিত ৩৩ টি বৃহত্তম মুরুগান মন্দিরের মধ্যে এটি অন্যতম৷ তামিল শব্দ তিরুপোরূর অর্থ পবিত্র যুদ্ধক্ষেত্র৷
রাজনীতি
[সম্পাদনা]তিরুপোরূর ও তিরুপোরূর বিধানসভা কেন্দ্র কাঞ্চীপুরম লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১।
- ↑ "Population By Religious Community - Tamil Nadu" (XLS)। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ ক খ "Census Info 2011 Final population totals"। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪।
- ↑ "List of Parliamentary and Assembly Constituencies" (পিডিএফ)। Tamil Nadu। Election Commission of India। ২০০৯-০৩-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৮।