তারিকউদ্দিন আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তারিকউদ্দিন আহমেদ
জন্ম৪ নভেম্বর ১৯২৩ খৃষ্টাব্দ
নওগাঁ, অসম,ভারত
জাতীয়তাভারতীয়

তারিকউদ্দিন আহমেদ (ইংরেজি: Tarikuddin Ahmed, অসমীয়া:তাৰিকুদ্দিন আহমেদ) অসমের একজন গায়ক এবং সংগীত পরিচালক। ১৯৪৮ খৃষ্টাব্দে অসমীয়া ভাষার ইমান ধুনিয়া মুকুতার মালা " গানটির জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের একজন নিয়মিত সংগীত শিল্পী ছিলেন।

জন্ম[সম্পাদনা]

তিনি ১৯২৩ খৃষ্টাব্দের ৪ নভেম্বর তারিখে ভারতের অসম প্রদেশের নওগাঁ জেলাতে জন্মগ্রহণ করেন। পিতার নাম মহাম্মদ শরিফউদ্দিন আহমেদ এবং মাতার নাম জেবিনা খাতুন

সংগীত জীবন[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

১৯৯০ খৃষ্টাব্দের ২৯ অগাস্ট এই মহান সংগীত শিল্পী পরলোক গমন করেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]