তায়েফ সলিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খাজা

তায়েফ সলিম
طائف سلیم
ব্যক্তিগত তথ্য
সমাধিস্থলসিলাম, দক্ষিণ সুরমা
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
মুসলিম নেতা
কাজের মেয়াদ১৩০০
পদসাহাবী-ই-শাহ জালাল

খাজা তায়েফ সলিম (ফার্সি: خواجه طائف سلیم) ছিলেন বাংলাদেশের একজন মধ্যযুগীয় সুফী। ১৩০৩ খ্রীষ্টাব্দে তিনি শাহ জালালের নেতৃত্বে শ্রীহট্ট বিজয়ের চূড়ান্ত লড়াইয়ে অংশ নিয়েছিলেন।[১] বিজয়ের বাদে, উনি গােধরালী (গোধরাইল) পরগণার সিলাম গ্রামে বসতি স্থাপন করেন যেখানে উনার মাজার এখনও রয়েছে।[২][৩][৪]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সাকলায়েন, গোলাম (১৯৬২)। পূর্ব পাকিস্তানের সূফী সাধকবাংলা একাডেমি। পৃষ্ঠা ১৯। 
  2. রশীদ, আহমদ (১৯৭৬)। তাযকেরাতুল আওলিয়াশিরীন পাবলিকেশন্স। পৃষ্ঠা ১৫৩। 
  3. সিদ্দিকি, আজহার উদ্দিন আহমদ (১৯৭৭)। শ্রীহট্টে ইসলাম জ্যোতিঃ। বাহাউদ্দিন জাকারিয়া। পৃষ্ঠা ৭২। 
  4. কাদেরী, শায়খ মোহাম্মদ আবুল হোসেন (১৯৬৯)। পূর্ব্ব পাকিস্তানে আওলিয়া দরবেশসাহিত্য কুটির। পৃষ্ঠা ৯১।