তামিলনাড়ু পিপলস ফ্রন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তামিলনাড়ু পিপলস ফ্রন্ট ছিল ভারতের ত্রিবাঙ্কুর-কোচিনের একটি রাজনৈতিক দল। দলটি সমর্থন করেছিল যে ত্রিবাঙ্কুরের পূর্ব এবং দক্ষিণ অংশের পাঁচটি তালুক প্রতিবেশী মাদ্রাজ রাজ্যে স্থানান্তর করা উচিত ছিল।[১] দলটি ১৯৫১ সালের ত্রিবাঙ্কুর-কোচিন বিধানসভা নির্বাচনে দুইজন প্রার্থীকে প্রার্থী করেছিল, যারা একসঙ্গে ৪,০২৫ ভোট পেয়েছিলেন।[২] দলটির নির্বাচনী প্রতীক ছিল তীর-ধনুক।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. N. Jose Chander (১৯৮৬)। Dynamics of state politics, Kerala। Sterling Publishers। পৃষ্ঠা 82। আইএসবিএন 9788120706040 
  2. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1951 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRAVANCORE COCHIN
  3. Travancore and Cochin (India); Travancore and Cochin (India). Law Dept (১৯৫৪)। The statutory rules and notifications of Travancore-Cochin 1953। Law Dept., Government Secretariat। পৃষ্ঠা 780।