তামিলনাড়ু কমিউনিস্ট পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তামিলনাড়ু কমিউনিস্ট পার্টি ছিল ভারতের তামিলনাড়ুর একটি রাজনৈতিক দল। দলটি ভারতের ভিন্নমতাবলম্বী কমিউনিস্ট পার্টির নেতা মানালি সি. কান্দাসামি দ্বারা ১০ জুলাই ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১][২] সিপিআই এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে জোটের বিরোধিতার কারণে এই বিভক্তিটি উস্কে দেওয়া হয়েছিল, বিশেষত কংগ্রেস পার্টিকে তামিলনাড়ুর দ্রাবিড় মুনেত্র কাজগম সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা হিসাবে দেখা হয়েছিল।[৩] দলটি তামিলনাড়ু বিধানসভায় দুটি আসন দখল করেছিল; এরা ছিলেন মানালি সি. কান্দাসামি এবং এ কে সুব্বিয়া।[৩][৪][৫] দলটি ডিএমকে-র সঙ্গে জোটবদ্ধ ছিল।[৬][৭]

মানালি সি. কান্দাসামির মৃত্যুর পর দলটি বিলুপ্ত হয়ে যায়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. K. M. Venkataramaiah; International School of Dravidian Linguistics (১৯৯৬)। A handbook of Tamil Nadu। International School of Dravidian Linguistics। পৃষ্ঠা 432। আইএসবিএন 978-81-85692-20-3 
  2. N. Innaiah (১৯৮২)। The Birth and Death of Political Parties in India। Innaiah। পৃষ্ঠা 92। 
  3. Winnipeg Free Press, Top Communists Quit Indian Party, 4 September 1973, p. 15
  4. Careers Digest। ১৯৭৬। পৃষ্ঠা 303। 
  5. Southern Economist, Vol. 12। Mrs. Susheela Subrahmanya। ১৯৭৩। পৃষ্ঠা 566। 
  6. The Indian Journal of Political Studies, Vol. 1-5। Department of Political Science, University of Jodhpur.। ১৯৭৭। পৃষ্ঠা 180। 
  7. Link, Vol. 16, part 3। United India Periodicals। ১৯৭৪। পৃষ্ঠা 14।