ঢাকা স্কুল অব ইকোনমিক্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা স্কুল অব ইকোনমিক্স
Dhaka School of Economics Campus.jpg
স্থাপিত২০১০ (2010)
অবস্থান
ওয়েবসাইটwww.dsce.edu.bd
Map

ঢাকা স্কুল অব ইকোনমিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ২০১০ সালে এটি ঢাকায় স্থাপিত হয়। এখানে স্নাতক, স্নাতকোত্তর,এমফিল ও পর্যায়ক্রমে পিএইচডি পর্যায়ের ডিগ্রী দেয়া হয়। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে নয় মাসব্যাপী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স প্রবর্তনের মাধ্যমে এর শিক্ষা কাযক্রম শুরু হবে। অদূরভবিষ্যতে পরিবেশ অর্থনীতিতে দুই বছরের মাস্টার্স কোর্স প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত হিসাবে স্বীকৃত। এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি ফাউন্ডেশনের মাধ্যমে ট্রাস্টি বোর্ডের আওতায় এর কার্যক্রম পরিচালিত হবে। অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ গভর্নিং কাউন্সিল ও একাডেমিক কাউন্সিলের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

বিষয়সমূহ[সম্পাদনা]

ঢাকা স্কুল অব ইকোনমিকসে যে প্রোগ্রামে চালু রয়েছে। প্রোগ্রামগুলো- -ব্যাচেলর অব ইকোনমিকস (বিকন) ইন এনভাইরোমেন্টাল এন্ড রিসোর্স ইকোনমিকস

-ব্যাচেলর অব ইকোনমিকস (বিকন) ইন ডেভলপমেন্ট ইকোনমিক্স

-ব্যাচেলর অব ইকোনমিকস (বিকন) ইন এন্ট্রাপ্রেনিউরল ইকোনমিকস

-পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইকোনমিকস -মাস্টার্স অব ইকোনমিকস ইন এনভাইরনমেন্টাল ইকোনমিকস। - মাস্টার্স ইন ডেভেলপমেন্ট ইকোনমিকস এবং কোয়ান্টিটেটিভ ইকোনমিকস।

ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে-এরিয়া এনভাইরনমেন্টাল ইকোনমিকস, এপ্লাইড ইকোনমেটরিকস, কম্পিউটার এপ্লিকেশন ইকোনমিকস, ইকোনমিকস অব ক্লাইমেট চেঞ্জ প্রভৃতি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ছোট পরিসরেই যাত্রা শুরু করছে ঢাকা স্কুল অব ইকোনমিকস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-১২-২৯ তারিখে, প্রথমআলো, প্রকাশিত তারিখ: ০৭-০১-২০১২

বহিঃসংযোগ[সম্পাদনা]