ঢাকা টাওয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঢাকা টাওয়ার হলো একটি হচ্ছে গগনচুম্বী অট্টালিকা। বর্তমানে হাতিরঝিল হ্রদের তীরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা নির্মিত হচ্ছে একটি ভবণ। নেদারল্যান্ডস ওএমএ এর সহায়তায় বাংলাদেশে রিয়েল এস্টেট সংস্থা শান্তা হোল্ডিংস লিমিটেড এর একটি প্রকল্প এই ভবনটি। একবার সম্পন্ন হলে, এই উঁচু ভবনটি ১৫০ মিটার উঁচু হয়ে দাঁড়াবে, যা শহর এবং দেশ উভয়ের মধ্যে সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে একটি। এতে ১৮০,০০০ বর্গমিটার অফিস স্পেস থাকবে।[১]

ঢাকা টাওয়ার
সাধারণ তথ্য
অবস্থানির্মানাধীন
অবস্থানহাতিরঝিল, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা
ঠিকানা২০৩-২০৪, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, ঢাকা
দেশবাংলাদেশ বাংলাদেশ
নির্মাণকাজের আরম্ভ২০২৩
স্বত্বাধিকারীশান্তা হোল্ডিংস লিমিটেড
উচ্চতা১৫০ মিটার
কারিগরী বিবরণ
তলার আয়তন১৮০,০০০ বর্গ মিটা
নকশা এবং নির্মাণ
স্থপতিইয়াদ আস্কালা
স্থপতি প্রতিষ্ঠানঅফিস অফ মেট্রোপলিটন আর্কিটেকচার (পার্টনার)
ওয়েবসাইট
https://oma.com/projects/dhaka-tower https://shantaholdings.com/upcoming/project/dhaka-tower

ওএমএ - এর অংশীদার ইয়াদ আসকলা তাঁর সঙ্গে মিলে আকাশচুম্বী অট্টালিকার নকশা করেন এবং দাবি করেন যে, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতিই এই নকশার অনুপ্রেরণা। ২০২৪ সালের প্রথম দিকে সম্পূর্ণ প্রকল্পটি ঢাকায় উপস্থাপন করা।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dhaka Tower"OMA (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২২ 
  2. "Dhaka Tower: A 150-metre skyscraper transforms skyline of the capital"। ২০২৩-১০-০১। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৮ 
  3. Gray, Georgina (অক্টোবর ২২, ২০২৩)। "Dhaka Tower, Bangladesh building by OMA"e-architect