ড এম এ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক
ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক | |
---|---|
বিবরণ | বিভিন্ন দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ক্রিয়াবিদ, সামাজিক ব্যক্তিত্ব, চিকিৎসাবিদ, জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এ পুরস্কার দেয়া হয় |
অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন |
প্রথম পুরস্কৃত | ২০১০ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪|২০২৩}} |
টেলিভিশন/রেডিও কভারেজ | |
নেটওয়ার্ক | আন্তর্জাতিক |
ড এম এ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক ২০১০ সালের ১৬ই ফেব্রুয়ারী প্রতিষ্ঠা করেন ড. এম. এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন।[১]
বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ক্রীড়াবিদ [২] বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব্দের জাতীয়/আন্তজার্তিক[৩] পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০১০ সাল থেকে ড. এম. এ ওয়াজেদ মিয়া [৪] আন্তজার্তিক [৫] স্বর্ণপদক প্রদান করা হয় [৬][৭] ২০১০ সাল থেকে ৮৬ জন গুণী ব্যক্তিকে "ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক"। ১৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪।প্রদান করা হয়েছে।[৮]
ইতিহাস
[সম্পাদনা]এ. কে. এম ফরহাদুল কবির[৯] প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া কে নিয়ে ঘিরে প্রতিষ্ঠা করেন ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন।[১০]২০১০ সাল থেকে ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এম.এ ওয়াজেদ মিয়া [১১]আন্তজার্তিক স্বর্ণপদক [১২]প্রদান করে আসছে।
আন্তজার্তিক
[সম্পাদনা]বাংলাদেশ সহ ভারত জাপান কানাডা যুক্তরাজ্য নেপাল সহ বিভিন্ন দেশের জাতীয় ব্যাক্তিদের আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করে ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন।[১৩] [১৪]
সংক্ষিপ্ত তথ্য আন্তর্জাতিক স্বর্ণপদক পদক প্রদান
[সম্পাদনা]জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন উপলক্ষে ও মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক প্রদান করা হয়ে থাকে।[১৫]
নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন দেশি ও বিদেশি ব্যক্তিকে এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক [১৬]স্বর্ণপদপক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।[১৭]
১.প্রফেসর ড. বিদ্যুৎ বরণ সাহা ( বিজ্ঞানী ক্যাটাগরিতে, জাপান),Prof. Bidyut Baran Saha is awarded the Dr MA Wazed Miah International Gold Medal-2023 কে আন্তজার্তিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে
২.ড. এম আব্দুল মোতালেব ( বিজ্ঞানী ক্যাটাগরিতে, যুক্তরাষ্ট্র),কে আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে
৩. প্রফেসর ড. গৌরীশংকর শাহ (বিজ্ঞানী ক্যাটাগরিতে, ভারত), কে আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে
৪.প্রফেসর ড. এম রফিকুল ইসলাম (বিজ্ঞানী ক্যাটাগরিতে, কানাডা),কে আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে
৫.মিতা মুখার্জী (সাংবাদিকতা ক্যাটাগরিতে, ভারত) [১৮] কে আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে
৬.সাংবাদিকতায় ভারতের সাংবাদিক অম্বর মুখার্জি, কে আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে
৭.বিজ্ঞান গবেষণায় নেপালের বিজ্ঞানী ওমরদীপ চৌধুরীকে স্বর্ণপদক প্রদান করা হয়[১৯] কে আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে[২০]
৮.জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক কে ১১তম পদক প্রদান করা হয়।[২১] কে আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে[২২]
৯.ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদানের চিকিৎসাখাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার ২০২২ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়এর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। [২৩][২৪]
১০. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম কে সায়েন্টিস্ট সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. এম এ ওয়াজেদ মিয়া ১২তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার দেওয়া হয়েছে।[২৫][২৬]
১১.নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ও বিজ্ঞানী ড. মো. ফিরোজ খান কে পদক প্রদান করা হয়।[২৭] কে আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে
১২.ফরিদপুর পুলিশসুপার কে .এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২০ পদক প্রদান করা হয়।[২৮] কে আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে
১৩.বিজ্ঞানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের প্রাক্তন উপাচার্য শরিফ এনামুল কবির কে এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পদক প্রদান করা হয়।[২৯]
১৪. সৈয়দ আবুল হোসেন কে এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পদক প্রদান করা হয়।[৩০]
১৫.শামসুদ্দীন মোল্লা কে এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পদক প্রদান করা হয়।[৩১] ।[৩২]
১৬.ফরিদপুর জেলা প্রসাসক কে এম.এ ওয়াজেদ আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে[৩৩]
১৭. সাহিত্যে অবদান রাখায় কবি ও সাংবাদিক সৈয়দা রাশিদা বারী কে ড. এম. এ. ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক ২০২৩ প্রদান করা হয়েছে।[৩৪]
১৮. ২০২২ সালে বিশ্বসেরা ২% বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পাওয়া বিশিষ্ট বিজ্ঞানী [৩৫]প্রফেসর ড. মোঃ সফিউর রহমানকে[৩৬] পরিবেশ বিজ্ঞান গবেষণায় বিশেষ অবদানের জন্য বেস্ট সাইন্টিস্ট ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক পুরস্কার প্রদান করা হয় আরো অনেকে রয়েছেন।
১৯.সেরা সমাজ সেবক হিসেবে কাজী আকরাম উদ্দিন আহমদ কে ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে [৩৭]
২০. সেরা অভিনেতা আসাদুজ্জামান নূর কে ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে [৩৮]
২১.সেরা শিক্ষাবিদ ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কে ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে [৩৯]
২২.সেরা শিক্ষানুরাগী (মরণোত্তর) মরহুম কাজী মাহবুবউল্লাহ কে ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে [৪০]
২৩.সেরা শিক্ষিকা ড. এস এম আনোয়ারা বেগম কে ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে [৪১]
২৪.সফল পরমাণু বিজ্ঞানী ড. কানাই লাল চক্রবর্তী কে ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে [৪২]
২৫.সফল কথাশিল্পী সৈয়দা ফরিদা রহমান কে ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে [৪৩] আরো অনেকে রয়েছেন।
তথ্য জাতীয় স্বর্ণপদক পদক প্রদান
[সম্পাদনা]১.সংগঠক হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ মেম্বার ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী কে জাতীয় স্বর্ণপদক প্রদান করা হয়েছে [৪৪]
২. ক্রীড়ায় অবদান রাখায় সাবেক ফুটবলার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান কোচ সুজিত কুমার ব্যানার্জী (চন্দন) কে এম.এ ওয়াজেদ মিয়া জাতীয় স্বর্ণপদক প্রদান করা হয়েছে [৪৫]
৩. বাংলা কবিতা সাহিত্যে অসামান্য অবদানের জন্য কবি, কথাকার, লোকসাহিত্য গবেষক ও গীতিকার রাজু অনার্য ড. এম. এ. ওয়াজেদ মিয়া ১১তম জাতীয় স্বর্ণপদক-২০২৪’ পুরস্কারে ভূষিত হয়েছেন [৪৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বগুড়ায় ড. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত"।
- ↑ "এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক"।
- ↑ "গুণীজনকে সম্মাননা"।
- ↑ "ড. এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পেলেন ৯ বিশিষ্টজন"। ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Q124610203"। www.wikidata.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮।
- ↑ "এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক"। দৈনিক প্রথম আলো।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০১৬-০২-২১)। "পাঁচ গুণীকে ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সম্মাননা"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮।
- ↑ "গুণীজনের ওয়াজেদ মিয়া স্বর্ণপদক অর্জন"।
- ↑ "Farhadul Kabir"।
- ↑ "ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনে"।
- ↑ "ড. এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পেলেন ৯ বিশিষ্টজন"। ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "৩ গুণীজন পেলেন ওয়াজেদ মিয়া স্বর্ণপদক"।
- ↑ ""বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তানদের নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী"।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০১৬-০২-২১)। "পাঁচ গুণীকে ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সম্মাননা"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮।
- ↑ "গুণীকে ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সম্মাননা"।
- ↑ "Wazed Miah Gold Medal Award to be handed over today"।
- ↑ "ড. এম এ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক পেলেন ভোক্তা অধিকারের ডিজি"।
- ↑ "স্বর্ণপদক"।
- ↑ "ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সম্মাননা"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০১৬-০২-২১)। "পাঁচ গুণীকে ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সম্মাননা"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮।
- ↑ "এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক পেলেন ভোক্তা অধিকারের ডিজি"। জাগো নিউজ।
- ↑ "ড এম এ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক পেলেন ভোক্তা অধিকার এর ডিজি"।
- ↑ "ওয়াজেদ মিয়া স্বর্ণপদক"।
- ↑ "wazed mia gold medal award"।
- ↑ "ড. ওয়াজেদ মিয়া স্বর্ণপদক"। কালের কন্ঠ।
- ↑ "ড. ওয়াজেদ মিয়া স্বর্ণপদকপ্রাপ্ত"। ওয়াজেদ মিয়া স্বর্ণপদক।
- ↑ "আন্তর্জাতিক স্বর্ণপদক পেলেন এনএসইউর ড. ফিরোজ খান"।
- ↑ ""ড.এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২০"মনোনিত হলেন ফরিদপুরের এসপি"।
- ↑ ""Five personalities get Wazed Miah Gold Medal"।
- ↑ ""Five personalities get Wazed Miah Gold Medal"।
- ↑ ""ড. এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পেলেন ৯ বিশিষ্টজন"। ১৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ ""বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তানদের নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী"।
- ↑ ""ড.এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২০" মনোনিত হলেন ফরিদপুরের এসপি"।
- ↑ "সাহিত্যে অবদানের জন্য ড. এম. এ. ওয়াজেদ মিয়া স্বর্ণপদক পুরস্কারে পেলেন সৈয়দা রশিদা বারী"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৯।
- ↑ "শ্রেষ্ঠ গবেষক"।
- ↑ "ড. মোঃ সফিউর রহমান"।
- ↑ "ওয়াজেদ মিয়া"।
- ↑ "ওয়াজেদ মিয়া"।
- ↑ "ওয়াজেদ মিয়া"।
- ↑ "ওয়াজেদ মিয়া"।
- ↑ "ওয়াজেদ মিয়া"।
- ↑ "ওয়াজেদ মিয়া"।
- ↑ "ওয়াজেদ মিয়া"।
- ↑ "৩ গুণীজনের ওয়াজেদ মিয়া স্বর্ণপদক অর্জন"।
- ↑ "৩ গুণীজন পেলেন ওয়াজেদ মিয়া স্বর্ণপদক"।
- ↑ ডেস্ক, কালবেলা। "সাহিত্যে ড. এমএ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক পাচ্ছেন রাজু অনার্য | কালবেলা"। কালবেলা | বাংলা নিউজ পেপার। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৯।