ড্রেজার
অবয়ব
ড্রেজার খনন কাজে ব্যবহার করা হয় এমন নৌযান। ড্রেজার সাধারণত স্থির বা চলনক্ষম থাকেনা এটি একটি প্লাটফরমে স্থাপিত থেকে নদি বা জলাশয়ের তলা থেকে মাটি , কাদা, পাথর ইত্যাদি সরানোর কাজ করে থাকে। প্রয়োজন অনুযায়া টাগ বোট [নৌযান টেনে নেয়ার জন্য বিশেষ শক্তিশালি নৌযান] দিয়ে টেনে স্থানান্তরিত করা হয়। তবে চলনক্ষম ড্রেজার ও দেখা যায়, যা ইঞ্জিন সংযুক্ত থাকে এবং চলাচল করতে পারে।
খননের ধরনের উপর ভিত্তি করে কয়েক ধরনের ড্রেজার হয়।
- ১. কাটার সাকশন ড্রেজার
- ২. হপার ড্রেজার
- ৩. ট্রেইলিং সাকশন ড্রেজার
- ৪. বাকেট টাইপ ড্রেজার