ডোরিন লিউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডোরিন লিউ একজন সিঙ্গাপুরের মহিলা ব্যবসায়ীসমাজসেবী

ডোরিন লিউ ১৯৭০ সালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, রাজনীতিসমাজবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। লিউ ওয়ার্ল্ড সায়েন্টিফিক পাবলিশিংয়ের ব্যবস্থাপনা পরিচালক যা তিনি ১৯৮১ সালে সিঙ্গাপুরে সহ-প্রতিষ্ঠা হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আন্তর্জাতিক মহিলা ফোরামের কোষাধ্যক্ষ। তিনি সিঙ্গাপুরের প্রকাশনা সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সিঙ্গাপুর-ব্রিটিশ বিজনেস কাউন্সিলের প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন। তিনি মুদ্রণ ও প্রকাশনা উপদেষ্টা কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন। লিউ ১৯৯০ সালে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেন্টার কর্তৃক আয়োজিত এন্টারপ্রেনারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি আরবিএস কাউটস এবং ফিনান্সিয়াল টাইমস দ্বারা আয়োজিত ২০১০ সালে এশিয়ার মহিলাদের জন্য এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ২০১৪ সালে, তার স্বামী কোক খু ফুয়ার সাথে তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের নতুন লাইব্রেরিতে ১ মিলিয়ন ই-বুক অনুদান দিয়েছিলেন। [১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Doreen Liu (২০১২-১১-০৮)। "Doreen Liu | Asia Pacific Entrepreneurship Awards, Singapore"Apea.sg। ২০১৬-০৩-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৯ 
  2. "Singapore business leaders donate £1 million for new library"Birmingham.ac.uk। ২০১৪-১১-০৬। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৯ 
  3. "Buzz" (পিডিএফ)Intranet.birmingham.ac.uk। জানুয়ারি ২০১৫। ২০১৫-০২-০৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৯