ডোনাল্ড কে. ব্যান্ডলার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডোনাল্ড কে. ব্যান্ডলার

ডোনাল্ড কিথ ব্যান্ডলার (এপ্রিল ১৯৪৭ ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া-ফেব্রুয়ারি ২৪, ২০১৭) ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত সাইপ্রাসে বিশেষ এবং পূর্ণক্ষমতাসম্পন্ন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন।[১]

ব্যান্ডলার ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দ্য কী স্কুলে পড়ানোর (তিনি জুনিয়র এবং সিনিয়রদের ইতিহাস পড়াতেন) আগে হ্যারিটন হাই স্কুল এবং কেনিয়ন কলেজ (১৯৬৯-এর শ্রেণী) পড়াশোনা করেন। সেন্ট জনস কলেজ (আনাপোলিস/সান্তা ফে) থেকে ক্লাসিকসে এমএ এবং ১৯৭১ সালে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আইন স্কুল থেকে জেডি অর্জন করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Donald Keith Bandler (1947–2017)"Office of the Historian। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "AMBASSADOR DONALD KEITH BANDLER" (পিডিএফ)Association for Diplomatic Studies and Training Foreign Affairs Oral History Project। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]