ডেইজি (২০০৬-এর চলচ্চিত্র)
ডেইজি | |
---|---|
পরিচালক | এন্ড্রু লাউ |
প্রযোজক | টেডি ইয়াং |
রচয়িতা | কওয়াক জে-ইয়ং
গর্ডন চ্যান ফেলিক্স চং |
শ্রেষ্ঠাংশে | জাং উ-সাং লী সুং-জো |
সম্পাদক | কিম সাং-বাম |
মুক্তি | ৯ মার্চ ২০০৬ (দঃ কোরিয়া) ১৩ এপ্রিল ২০০৬ (হং কং) |
দেশ | দক্ষিণ কোরিয়া হং কং |
ভাষা | কোরিয়ান |
ডেইজি (ইংরেজিঃ Daisy) ২০০৬ সালে মুক্তি প্রাপ্ত কোরিয়া ও চায়নার যৌথ প্রযোজনায় নির্মিতর রোমান্টিক ড্রামা মুভি।
মুভিটি পরিচালনা করেছেন হং কং এর পরিচালক এন্ড্রু লাউ। এতে অভিনয় করেছেন মাই স্যাসি গার্ল খ্যাত নাইয়িকা জুন জি হিয়ন, জাং উ সাং, লী সু জো সহ আরো অনেকে।
পেশাদার খুনি, আর্টিস্ট এবং গোয়েন্দা- এই তিনজনের ভালবাসার কাহিনী নিয়েই ডেইজি মুভি।
কাহিনী
[সম্পাদনা]মুভির প্রধান চরিত্র Park Yi, যে কিনা একজন পেশাদার খুনি, জীবনের প্রথম খুন করার দিনই সে দেখা পায় আর্টিস্ট Hye-young এর। আর প্রথম দেখাতেই ভাললাগা। ব্রিজ তৈরি করা, প্রথম দেখার পর থেকেই প্রতিদিন ডেইজি পাঠানো, আর্টের প্রতি উৎসাহ। তবে এসবই হয় Hye-young র অজান্তে। Park Yi নিজের বিপজ্জনক পেশার কথা চিন্তা করেই Hye-young থেকে দূরে থাকে, আড়াল থেকেই ভালবেসে যায়। আর Hye-young শুধু অপেক্ষায় থাকে সেই মানুষটির জন্য যে তাকে প্রতিদিন ডেইজি দিচ্ছে, যা তার কাছে গোপন ভালবাসা। আর কাহিনীর এক পর্যায়ে Jeong Woo-র আগমন। তিনজনের গল্প, ভালবাসা নিয়েই মুভি সামনে এগোতে থাকে। [১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Daisy (2006 film)"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৭-০১।