ডি ইমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডি. ইম্মান থেকে পুনর্নির্দেশিত)
ডি. ইমান
পাঞ্জুমিট্টাই অডিও উদ্বোধন অনুষ্ঠানে ডি ইমান
পাঞ্জুমিট্টাই অডিও উদ্বোধন অনুষ্ঠানে ডি ইমান
প্রাথমিক তথ্য
জন্মনামইমানুয়েল বসন্ত দিনকরণ[১]
জন্ম (1983-01-24) ২৪ জানুয়ারি ১৯৮৩ (বয়স ৪১)
চেন্নাই, তামিলনাড়ু, ভারত
ধরনচলচ্চিত্র আবহ
পেশাসুরকার, রেকর্ড প্রযোজক, সংগীত পরিচালক, আয়োজক, গায়ক
বাদ্যযন্ত্রভোকাল, গিটার, বাঁশি, ঘাতবাদ্য, ড্রামস, হার্পজি (Harpejji), কন্টিনিউয়াম ফিংংগারবোর্ড (Continuum Fingerboard), কি-বোর্ড, পিয়ানো, অ্যাকর্ডিওন (Accordion), গোবল্ট (Goblet), ড্রাম, কনসার্ট হার্প (Concert Harp)
কার্যকাল২০০২-বর্তমান

ইমানুয়েল বসন্ত দিনকরণ (ডি. ইমান হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত; জন্ম: ২৪ জানুয়ারি ১৯৮৩) হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র সংগীত পরিচালক, সুরকার ও গায়ক, তিনি প্রধানত তামিল, তেলুগু, হিন্দি, কন্নড়মালয়ালম চলচ্চিত্র শিল্পে কাজের জন্য পরিচিত। তার সংগীত পরিচালক হিসাবে প্রথম চলচ্চিত্র থামিজন, যা ২০০২ সালে মুক্তি পায়। এখন পর্যন্ত তিনি ১০০টিরও উপরে চলচ্চিত্রে সংগীতে সুরারোপ করেছেন।[২][৩][৪][৫]

প্রাথমিক ও ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ইমান ভারতের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জে. ডেভিড কিরুবাক্কারা দাস, যিনি একজন শিক্ষক ছিলেন। ইমান প্রারম্ভিক জীবন থেকেই সংগীত শিখা শুরু করেন। তার প্রারম্ভিক জীবন চেন্নাইয়ে কাটান এবং পরবর্তীতে তিনি চেন্নাইয়ের ডন ভোস্ক বিদ্যালয় ও পরে পাচাইয়াপ্পা কলেজে পড়াশোনা করেন। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে তার মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

তিনি ২০০৮ সালের ২৪ এপ্রিল মনিকা রিচার্ডকে বিয়ে করেন,[৬] ডি. ইমানের ভেরনিকা ডোরথি ইমান ও ব্লেসিকা ক্যাথি ইমান নামে দুজন কন্যা সন্তান রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'Maybe I Needn't have Shortened my Name'"The New Indian Express। ১৬ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৫ 
  2. "I prefer melody to pacy songs: Imman"The New Indian Express। ২০ এপ্রিল ২০০৯। ৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১০ 
  3. "- Imman, the Tamil music director to watch"andhracafe.com। ২৮ নভেম্বর ২০০৬। ৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১০ 
  4. "Profile of Music Director D Imman"Chennai Online। ১১ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১০ 
  5. Udhav Naig (৩ অক্টোবর ২০১৩)। "Winning streak"The Hindu 
  6. "Imman to tie the knot"। Indiaglitz। ১২ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]