ডিসকভারি চ্যানেল (ভারত)
অবয়ব
ডিসকভারি ইন্ডিয়া করপোরেশন মূল ইংরেজি এবং ভারতের সাতটি আঞ্চলিক ভাষা হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, বাংলা ও মারাঠি ভাষায় অডিও ফিড চ্যানেলের জন্য সরবরাহ করে। এছাড়াও ২০১১ সালের ১৫ই আগস্ট ডিসকভারি ইন্ডিয়া 'ডিসকভারি তামিল' নামে তামিলনাড়ুর জন্য সম্পূর্ণ আলাদাভাবে ডিসকভারি চ্যানেলের একটি শাখা চ্যানেল উদ্বোধন করে|