ডিম পানি তেলানী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডিম তেলানি থেকে পুনর্নির্দেশিত)
ডিম পানি তেলানি
অন্যান্য নামডিম তেলানি
উৎপত্তিস্থল বাংলাদেশ
অঞ্চল বা রাজ্যরংপুর, উত্তরবঙ্গ
প্রধান উপকরণডিম, বিভিন্ন প্রকার মসলা

ডিম পানি তেলানি বা সংক্ষেপে ডিম তেলানি হচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় একটি ডিমের তরকারি।[১]

উপকরণ[সম্পাদনা]

ডিম, তেল, এলাচ, তেজপাতা, দারুণচিনি, পেঁয়াজকুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, পরিমাণমতো পানি, গরম মসলা বাটা।[২][৩]

প্রক্রিয়া[সম্পাদনা]

প্রথমে কড়াইতে তেল দিয়ে ডিম ভেজে নিতে হয়। পরে এলাচ, তেজপাতা, দারুচিনি ও পেঁয়াজকুচি দিয়ে হালকা করে ভাঁজতে হয়। অতঃপর বাটিতে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেয়া লাগে। এরপর গোলানো মসলা ফ্রাইপ্যানে বা কড়াইয়ে ঢেলে দিতে হয়।[৪] ভাজা ডিম দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিতে হয়।[৫] সবশেষে ঝোল ঘন হয়ে এলে তা চুলা থেকে নামিয়ে ফেলতে হয়। গরম ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে ডিমের এই তেলানি পরিবেশন করা যায়।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "উত্তরবঙ্গের ডিম পানি তেলানি খেয়েছেন?"। এনটিভি। ২৭ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "রংপুরের ঐতিহ্যবাহী ডিম তেলানি রান্না করবেন যেভাবে"। বাংলা ট্রিবিউন। ১৬ ফেব্রুয়ারি ২০২২। ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "ডিম পানি তেলানী রেসিপি"। Desh Rupantor। ২৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২ 
  4. "রংপুরের ঐতিহ্যবাহী খাবার 'ডিম তেলানি' তৈরি করবেন যেভাবে"। সময় নিউজ। ২২ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২ 
  5. "Traditional Bangladeshi Recipe: সপ্তাহান্তে এক হয়ে যাক দুই বাংলা! ছুটির দিনে পাতে পড়ুক রংপুরের বিখ্যাত 'ডিম তেলানি'!"। anandabazar.com। ১৯ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২ 
  6. "রংপুরের 'ডিম তেলানি' তৈরি করবেন যেভাবে"। abnews24.com। ২৪ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২