ডিজুস
ধরন | সম্পূরক |
---|---|
শিল্প | টেলিকমিউনিকেশন |
প্রতিষ্ঠাকাল | ২০০০ |
সদরদপ্তর | নরওয়ে |
পণ্যসমূহ | টেলিফোনি, ইডিজিএম, জিএসএম |
ওয়েবসাইট | www.djuice.com |
ডিজুস (ডিজিটাল জুস এর সংক্ষিপ্ত) হচ্ছে টেলিনর কোম্পানির যুবভিত্তিক মোবাইল ফোন প্লান। এটি বাংলাদেশ, নরওয়ে, সুইডেন, ইউক্রেন, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড ও হাঙ্গেরিতে চালু ছিল। বর্তমানে পাকিস্তান ও মন্টিনিগ্রোতে এর পরিসেবা চালু আছে। এর ওয়েবসাইট তথ্য অনুযায়ী ১২ মিলিয়ন গ্রাহক নিয়ে ডিজুস বর্তমানে বিশ্বের ২য় যুবভিত্তিক মোবাইল অপারেটরের স্থান দখল করে আছে।[১]
ইতিহাস
[সম্পাদনা]ডিজুস ২০০৩ সালে প্রথম নরওয়ে এবং হাঙ্গেরিতে চালু করা হয়। এরপর ২০০৪ সালে ইউক্রেনে, ২০০৫ সালে বাংলাদেশে, ২০০৬ সালে পাকিস্তানে এবং ২০০৮ সালে মন্টেনিগ্রোতে চালু হয়।
বাংলাদেশ
[সম্পাদনা]২০০৫ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন গ্রামীণ ফোন বাংলাদেশের গ্রাহকদের জন্য ডিজুস প্যাকেজটি চালু করে।[২]
২০০৭ সালের ১৪ এপ্রিল ডিজুস এর পুরাতন লোগো বাতিল করে এর আন্তর্জাতিক ব্রান্ড লোগো চালু করে। ডিজুস বাংলাদেশে রক ব্যান্ড অনুসন্ধানের জন্য ডিরকস্টার নামে একটি ট্যালেন্ট হান্ট শো চালূ করে। পাওয়ারসারজ চ্যাম্পিয়ন হয় ।
পাকিস্তান
[সম্পাদনা]টেলিনর গ্রুপ অব পাকিস্তান কর্তৃক ২০০৬ সালের অক্টোবরে ডিজুস প্যাকেজটি চালু করা হয়। এটি বর্তমানে পাকিস্তানের চতুর্থ বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ [১]
- ↑ ডিজুস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে গ্রামীণ ফোন