ঠেলা জাল
স্থানীয়ভাবে মাছ ধরার অনেক যন্ত্রপাতি আছে। তম্মধ্যে জাল,পোলো,বড়শি প্রধান।জালের ধরনের মধ্যে ঠেলা জাল অন্যতম। ঠেলা জাল তিন কোনা। তাই এটাকে তিন কোনা বাঁশের ফ্রেমে আটকানো হয়। ঠেলা জাল দিয়ে সাধারণত ছোট ছোট মাছ ধরা হয়। ঠেলা জালের হাতল ধরে পানিতে নেমে সামনের দিকে নিলে এই জালে পুটি,খলিসা, চিংড়ি, বেলে ইত্যাদি মাছ ধরা পড়ে।