ঠেকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আক্ষরিকভাবে ঠেকা শব্দের অর্থ হলো ঠেস দেওয়া, স্পর্শ করা ইত্যাদি। কিন্তু সঙ্গীত শাস্ত্রে ঠেকা হলো ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একটি বিশেষ উপাদান, যা বাড়ি মেরে বাজানো হয় এমন বাদ্যযন্ত্রের ছন্দ, মাত্রাতালের সাথে সম্পর্কযুক্ত।[১]

বাড়ি মেরে বাজানো হয় এমন বাদ্যযন্ত্রে (যেমন: তবলা) একটি তালকে কীভাবে বাজানো হবে তারই বহিঃপ্রকাশ হলো ঠেকা। এই কারণে, তালের বাণীই হলো ঠেকা। সুতরাং একটি তালের ঠেকায় সেই তালেরই সমস্ত বৈশিষ্ট্য থাকবে। ঠেকার মাধ্যমে তালের সময়-চক্র বজায় রাখা হয়।[২][৩] যেমন: দাদরা তালের ঠেকা হলো ৬ মাত্রা বিশিষ্ট - ধা ধি না / না তি না।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Caudhurī 2000, পৃ. 151।
  2. "Ṭhekā – ठेका"। digitabla.com। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  3. । www.shantimandiraustralia.com.au https://www.shantimandiraustralia.com.au/about-taal-theka-tabla। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)