বিষয়বস্তুতে চলুন

টোড়ি ফতেপুর রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টোড়ি ফতেপুর রাজ্য
टोडी फतेहपुर
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য (জায়গীর)
১৬৯০–১৯৫০
পতাকা

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত টোড়ি ফতেপুর রাজ্য
আয়তন 
• ১৯০১
৯৩ বর্গকিলোমিটার (৩৬ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৭,০৯৯
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৬৯০
১৯৫০
উত্তরসূরী
ভারত

টোড়ি ফতেপুর রাজ্য (টোড়ি নামেও পরিচিত) ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতের মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সিতে অবস্থিত অষ্টভাইয়া জায়গীরগুলির একটি৷[] বর্তমানে এটি উত্তরপ্রদেশ রাজ্যের ঝাঁসি জেলার অংশ৷

ইতিহাস

[সম্পাদনা]

বুন্দেলখণ্ড অঞ্চলে অবস্থিত এই টোড়ি ফতেপুর রাজ্যটি ১৮১২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা পায় ওড়ছা রাজ্যের রাজবংশের উত্তরসূরী রাই সিংহের মাধ্যমে৷ ঝাঁসির বড়গাঁওয়ের নিকট তিনি তার জায়গীর পত্তন ঘটান৷ রাজার আট পুত্র সন্তান ছিলো৷ ধুর্বাই, বিজনা, টোড়ি ফতেপুর প্রভৃতি আটটি জায়গীর তিনি তার পুত্রদের মধ্যে ভাগ করে দেন৷[] পরবর্তীকালে জায়গীরগুলি রাজ্যের মর্যাদা পায়৷

ঝাঁসি থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত গুরসরাইয়ের নিকট ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অবস্থিত এই রাজ্যটি৷ রাজ্যজুড়ে পাহাড়ের ওপর নির্মিত দুর্গটি তিনশ বছরেরও অধিক পুরাতন৷ এই রাজ পরিবারের একটি তরফ ১৮৮০র দশকে রাজ্যের খরা পরিস্থিতি দেখা দিলে ঝাঁসি শহরের নিকট চলে আসেন৷ তারা পরবর্তীকালে "বিশ্বরী" পদবী ধারণ করেন৷ খরা পরিস্থিতির ফলে রাজ্যটি থেকে সমস্ত বিক্রয় পণ্য, খাদ্য পণ্য শেষ হয়ে যায় ও বহু জনহানি হয়৷ ফলস্বরূপ রাজ্যটির অর্থনৈতিক মন্দা দেখা দেয়৷

১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর ১৯৫০ খ্রিস্টিব্দের ১লা জানুয়ারি তারিখে রাজ্যটির শেষ শাসকের সম্মতি স্বাক্ষরের ভিত্তিতে এটিকে স্বাধীন ভারতের বিন্ধ্যপ্রদেশের অন্তর্ভুক্ত করা হয়৷

শাসকবর্গ

[সম্পাদনা]

টোড়ি ফতেপুর রাজ্যের শাসকগণ রাজা সাহেব উপাধিতে ভূষিত হতেন৷[]

রাজা সাহেব

[সম্পাদনা]
  • ১৭৩১ - ১৭৬৫ : রাজা সাহেব হিন্দুপদ সিংজী
  • ১৭৬৬ - ১৭৮৮ : রাজা সাহেব মেদিনীমল সিংজী
  • ১৭৮৯ - ১৮১১ : রাজা সাহেব ধুরমঙ্গল সিংজী (দত্তক)
  • ১৮১৬ - ১৮৫৮ : রাজা সাহেব হরপ্রসাদ সিংজী (দত্তক)
  • ১৮৫৮ - ১৮৭৯ : রাজা সাহেব পৃথ্বী সিংজী (দত্তক)
  • ১৮৭৯ - ১৯৪২ : রাজা সাহেব অর্জুন সিংজী (দত্তক)
  • ১৯৪২ - ১৫ আগস্ট ১৯৪৭ : রাজা সাহেব রঘুরাজ সিং জুদেব

নামমাত্র রাজা

[সম্পাদনা]
  • ১৯৪৭ - ১৯৬৭ : রাজা সাহেব রঘুরাজ সিং জুদেব
  • ১৯৬৭ - ১৯৯৬ : রাজা সাহেব ব্রজেন্দ্র সিং জুদেব

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. P. K. Bhattacharyya, Historical Geography of Madhya Pradesh from Early Records, P. 52
  2. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908
  3. http://www.indianrajputs.com/view/tori_fatehpur