টেলিযোগাযোগ স্টাফ কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টেলিযোগাযোগ স্টাফ কলেজ
টিএসসি
গঠিত৩ অক্টোবর ১৯৮৬; ৩৭ বছর আগে (1986-10-03)
ধরনসরকারি
সদরদপ্তরনলজানি, গাজীপুর–১০০০
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
মহা পরিচালক
এ. এস. এম. রেজাউল করিম
প্রধান প্রতিষ্ঠান
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
অনুমোদনবাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড
ওয়েবসাইটtsc.gov.bd

টেলিযোগাযোগ স্টাফ কলেজ বা টেলিকমিউনিকেশন্স স্টাফ কলেজ বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের অধীনস্থ একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। টেলিযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এ প্রতিষ্ঠানটি কাজ করছে।[১]

ইতিহাস[সম্পাদনা]

টেলিযোগাযোগ স্টাফ কলেজ ৩ অক্টোবর, ১৯৮৬ সালে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) অধীনে গঠন করা হয়। ১ জুলাই, ২০০৮ সালে বিটিটিবি’কে কোম্পানি আইন, ১৯৯৪ এর অধীনে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করা হয়।[২] এর ফলে বিটিটিবি’র নাম পরিবর্তন করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড করা হয়।[৩] এর ফলে কলেজটিকেও বিটিসিএলের অধিভুক্ত করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর অধীনে পরিচালিত হচ্ছে।[৪][১]

গঠন[সম্পাদনা]

ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য ২২ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। তাঁরা হলেন:[৫]

  • মহা পরিচালক: ১ জন
  • পরিচালক: ৩ জন
  • বিভাগীয় ইঞ্জিনিয়ার: ৬ জন
  • উপ-সহকারী বিভাগীয় ইঞ্জিনিয়ার: ৩ জন
  • সহকারী বিভাগীয় ইঞ্জিনিয়ার: ৯ জন

অনুষদ এবং প্রশিক্ষণ[সম্পাদনা]

প্রতিষ্ঠানটিতে তিনটি অনুষদের অধীনে ১২টি কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়।[৬]

  • সাধারণ ব্যবস্থাপনা অনুষদ
  1. প্রশাসনিক আইনকানুন
  2. পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮[৭]
  • সুইচিং অনুষদ
  1. ইন্টারনেট যোগাযোগ
  2. পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক
  3. ৩জি, ৪জি, ৫জি
  • ট্রান্সমিশন অনুষদ
  1. নেটওয়ার্ক
  2. অপটিক্যাল ফাইবার কেবল

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পরিক্রমা, টেলিযোগাযোগ স্টাফ কলেজ"tsc.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "কোম্পানি আইন, ১৯৯৪"minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "ইতিহাস, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড"btcl.com.bd। ২০২৩-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১"minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  5. "পরিচালনা পর্ষদ, টেলিযোগাযোগ স্টাফ কলেজ"tsc.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  6. "কোর্সসমূহ, টেলিযোগাযোগ স্টাফ কলেজ"tsc.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  7. "পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮" (পিডিএফ)cptu.gov.bd। ২০২২-০৬-৩০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২