টেরাকোটা (রং)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টেরাকোটা
 
About these coordinates     রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#E2725B
sRGBB  (rgb)(226, 114, 91)
CMYKH   (c, m, y, k)(0, 50, 60, 11)
HSV       (h, s, v)(10°, 60%, 89%)
উৎসDMC Color List
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক
A terracotta jar
একটি টেরাকোটা কলসি

টেরাকোটা একটি রঙ বিশেষ যা টেরাকোটা নামের একধরনের পোড়ামাটির শিল্পকর্মের রঙকে নির্দেশ করে। এটি মূলত লালচে কমলা রঙের একটি কালচে আভা।

ব্যুৎপত্তি[সম্পাদনা]

একটি টেরাকোটা শিল্প

টেরাকোটা একটি লাতিন শব্দ: 'টেরা' অর্থ মাটি, আর 'কোটা' অর্থ পোড়ানো[১]। মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল রকমের দ্রব্য টেরাকোটা নামে পরিচিত। আঠালো মাটির সঙ্গে খড়কুটো, তুষ প্রভৃতি মিশিয়ে কাদামাটি প্রস্তুত করা হয়। সেই মাটি থেকে মূর্তি, দৃশ্যাবলি তৈরি করে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে টেরাকোটা ভাস্কর্য তৈরি করা হয়। আর এই শিল্পকর্মের রঙটিই টেরাকোটা রঙ বলে পরিচিতি পেয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]