টেরাকোটা (রং)
অবয়ব
টেরাকোটা | |
---|---|
![]() | |
হেক্স ট্রিপলেট | #E2725B |
sRGBB (r, g, b) | (226, 114, 91) |
CMYKH (c, m, y, k) | (0, 50, 60, 11) |
HSV (h, s, v) | (10°, 60%, 89%) |
উৎস | DMC Color List |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |

টেরাকোটা একটি রঙ বিশেষ যা টেরাকোটা নামের একধরনের পোড়ামাটির শিল্পকর্মের রঙকে নির্দেশ করে। এটি মূলত লালচে কমলা রঙের একটি কালচে আভা।
ব্যুৎপত্তি
[সম্পাদনা]
টেরাকোটা একটি লাতিন শব্দ: 'টেরা' অর্থ মাটি, আর 'কোটা' অর্থ পোড়ানো[১]। মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল রকমের দ্রব্য টেরাকোটা নামে পরিচিত। আঠালো মাটির সঙ্গে খড়কুটো, তুষ প্রভৃতি মিশিয়ে কাদামাটি প্রস্তুত করা হয়। সেই মাটি থেকে মূর্তি, দৃশ্যাবলি তৈরি করে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে টেরাকোটা ভাস্কর্য তৈরি করা হয়। আর এই শিল্পকর্মের রঙটিই টেরাকোটা রঙ বলে পরিচিতি পেয়েছে।