টেমপ্লেট আলোচনা:পতাকা আইকন
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Tauhid16 কর্তৃক ১০ বছর পূর্বে "Flagicon>>>পতাকাআইকন" অনুচ্ছেদে
এই পাতাটি পতাকা আইকন টেমপ্লেটের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
|
Flagicon>>>পতাকাআইকন
[সম্পাদনা]টেমপ্লেট:Flagicon-কে টেমপ্লেট:পতাকাআইকন-এ স্থানান্তরের প্রস্তাব রাখছি। --- তাওহীদ (আলাপ) ১৪:৩৮, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)
- আমার মতে না করাই উত্তম। এটি কয়েক হাজার নিবন্ধে এই রকম {{Flagicon|$1}}, টেমপ্লেটে এই রকম ভাবে {{Flagicon|{{{countryname|}}}}} ব্যবহার করা হয়েছে। পরিবর্তন করলে ভবিষ্যতে অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি হতে পারে। তাই, না করাই উত্তম। --Aftab1995 (আলাপ) ১৪:৪৬, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)
- ঠিক মনে নেই, তবে কোথায় যেন ইংরেজি থেকে ইমপোর্ট করা এরকম কিছু কিছু টেমপ্লেটের নাম ইংরেজিতেই রাখার একটি আলোচনা হয়েছিল। বাংলা নাম পূণ:নির্দেশ করে দিতে পারেন। তাছাড়া টেমপ্লেটি বাংলা নাম দিয়ে কেউ ইউজও করবেনা মনে হয়, কারণ যেখানে টেমপ্লেটি ইউজ হয় সে নিবন্ধগুলো প্রত্যেকেই সাধারণত ইংরেজি থেকেই অনুবাদ করে থাকে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪৭, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)
- নাহিদ ভাই ও আফাতাব ভাইয়ের সাথে আমি বর্তমানের প্রেক্ষাপটে একমত। কিন্তু আমার মনেহয় বাংলা উইকিপিডিয়ার লক্ষ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া। বর্তমানে হয়তোবা অনুবাদকের সংখ্যাই বেশি কিন্তু আমার মনে হয় অনেকে নিজস্বভাবে গ্রহণযোগ্য পাতা তৈরি করবে বা করবে। তখনের প্রেক্ষাপটে কিন্তু বাংলাকরণ দরকার হবে। এছাড়া রুশ, জাপানী, জার্মান উইকিপিডিয়া স্ব ভাষাতেই সবকিছু করছে। আমার মনে হয় আমরা নিশ্চয়ই উদাহরণ হতে চাই নাকী? এছাড়া বাংলাকরণের ফলে আমাদের বাংলা উইকিচারীদেরকেও টেম্পলেট তৈরি করতে উৎসাহ যোগাবে। তাই আমি ভবিষ্যতের কথা ভেবেই প্রস্তাবটি করেছিলাম। --- তাওহীদ (আলাপ) ১৫:০৭, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)
- ঠিক মনে নেই, তবে কোথায় যেন ইংরেজি থেকে ইমপোর্ট করা এরকম কিছু কিছু টেমপ্লেটের নাম ইংরেজিতেই রাখার একটি আলোচনা হয়েছিল। বাংলা নাম পূণ:নির্দেশ করে দিতে পারেন। তাছাড়া টেমপ্লেটি বাংলা নাম দিয়ে কেউ ইউজও করবেনা মনে হয়, কারণ যেখানে টেমপ্লেটি ইউজ হয় সে নিবন্ধগুলো প্রত্যেকেই সাধারণত ইংরেজি থেকেই অনুবাদ করে থাকে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪৭, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)