টেমপ্লেট আলোচনা:চিত্রলেখা ঢাকা ২০২৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Aishik Rehman কর্তৃক ১ বছর পূর্বে "অনুমোদন ব্যতীত কোন সংগঠনের নাম পরিবর্তন করবেন না" অনুচ্ছেদে

অনুমোদন ব্যতীত কোন সংগঠনের নাম পরিবর্তন করবেন না[সম্পাদনা]

@আফতাবুজ্জামান, "কড়িকাঠ প্রকল্প" বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই। প্রজেক্ট কড়িকাঠের প্রচারণা এবং ব্র্যান্ডিং সংক্রান্ত কোনো বিষয়ে অনুগ্রহ করে প্রজেক্ট কড়িকাঠের কোর অর্গানাইজিং টিমের সুস্পষ্ট অনুমোদন ব্যতিরেকে পরিবর্তন করবেন না। আপনি এর আগেও একই বিষয় নিয়ে আমাদের মেটা এবং কমন্স পাতাসমূহে ভ্যান্ডালিজম চালিয়েছেন। আপনাকে আবারও এধরনের অগঠনমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ এবং সতর্ক করছি। LUIWAS HARAB (আলাপ) ১৮:১৮, ১১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আমি আবারও আপনার করা সম্পাদনা সরিয়ে নিচ্ছি। অনুগ্রহ করে আলোচনা ব্যতিরেকে এধরনের অগঠনমূলক সম্পাদনা করবেন না। LUIWAS HARAB (আলাপ) ১৮:২০, ১১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
জনাব ব্যবহারকারী:Wasiul Bahar, এখানে কোনও সংগঠনের নামের নাম পরিবর্তন করা হচ্ছে না। বাংলা উইকিপিডিয়ায় অ-বাংলা, অর্ধ-বাংলা নামের পাশে বাংলা নাম, অর্থ দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। এইখানেও আমি শুধু তাই করছি ও নামের পাশে বন্ধনী দিয়ে "কড়িকাঠ প্রকল্প" লিখে দিচ্ছি। আমার মনে হয় না বন্ধনী দিয়ে লিখার জন্য আমার কারো অনুমোদন নিতে হবে। আর অনুগ্রহ করে আমাকে "ভ্যান্ডাল" বলার আগে চিন্তা করুন কী বলছেন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩২, ১১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, প্রথমত, আমাদের প্রজেক্টের নাম নিয়ে আপনার চিন্তা-ভাবনা করার প্রয়োজন নেই। “প্রজেক্ট কড়িকাঠ” নামের জন্য আলাদা অর্থোদ্ধারের প্রয়োজন নাই, যদি কখনো প্রয়োজন পড়ে সেটি আমরা নিজেরাই যোগ করে নিতে পারব। এর জন্য বাইরের এমন কাউকে আমাদের লাগবে না, যিনি শুরু থেকে আমাদের প্রজেক্টের ঘোরতর বিরোধী এবং আমাদেরকে সম্প্রদায়ের বাইরের কেউ মনে করেন। বিশেষত আমরা বাংলা ভাষা বুঝি, তার জন্য আমরাই আমাদের সিদ্ধান্ত নিতে পারি। অনুগ্রহ করে আমাদের প্রজেক্টের নামের পিছনে না লেগে বাংলা উইকিপিডিয়ার আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করুন।
কাকে কী বলছি তার চেয়ে বড় কথা, কেন বলছি। আমাদের প্রজেক্টে আমদের মত না নিয়ে গায়ে পড়ে আপনার নিজের মতো নাম পরিবর্তনকে আমরা অবশ্যই ইতিবাচকভাবে নিচ্ছি না। LUIWAS HARAB (আলাপ) ১০:২৩, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
জনাব ব্যবহারকারী:Wasiul Bahar, আমার কথাটি ভালো করে পড়ুন: "বাংলা উইকিপিডিয়ায় অ-বাংলা, অর্ধ-বাংলা নামের পাশে বাংলা নাম, অর্থ দেওয়ার রীতি প্রচলিত রয়েছে" এবং আমি আপনাদের প্রকল্পের নাম পাল্টাচ্ছি না, শুধু বন্ধনী দিয়ে বাংলা নাম দিচ্ছি।
@Meghmollar2017, যেহেতু এটা এডিটাথন, বাংলা উইকিতে অন্য ইংরেজি নামের এডিটাথনে করেছি: টেমপ্লেট:আলাপ পাতা/উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১‎, টেমপ্লেট:উইকি লাভস ওমেন ২০১৯ আলাপ‎, টেমপ্লেট:উইকি লাভস ওমেন ২০২০ আলাপ‎ব্যাঘ্র প্রকল্প ইতোমধ্যে বাংলা। আমাকে কষ্ট করে আর কোনটা কোনটা বাকি আছে বের করে দাও। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৮, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, এখানে দেখুন। LUIWAS HARAB (আলাপ) ১৮:০৫, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Wasiul Bahar: আমার মনে হয়না এখানে যে বিষয়টি আলোচনাধীন তা খুব বড় বিষয়। ইংরেজির পাশাপাশি বাংলা নাম ব্যবহারে বাংলা উইকিপিডিয়া বরারবরই উৎসাহিত করে। এমনকি আমরা উদ্ভিদ, প্রাণী বা ভাইরাসের দ্বিপদী নামও ইংরেজির পাশাপাশি বাংলায় লিখে থাকি। তাছাড়া বিগত বিভিন্ন এডিটাথনেও আমরা একই কাজ করে এসেছি, এটা পরম্পরাগত চর্চা। আশা করি এটি খুব সমস্যাসঙ্কুল বিষয় নয়, তুমি কেন দ্বিমত করছো সেটা আমি বুঝিনি। হ্যাঁ, তোমার প্রকল্পের নাম বদলে দিলে সেটা আলোচনা হতেই পারে, তবে বন্ধনীর মধ্যে বাংলা থাকাটা আমার কাছে সমস্যা মনে হচ্ছে না। মেটার আলোচনাতেও তুমি শেষাংশে এটা যুক্ত করেছ দেখলাম। আবারও বলছি, এটা এমন গুরুতর বিষয় নয়। বাংলা উইকিপিডিয়ার একটি পরম্পরাকে মেটার বিতর্কে যুক্ত করাটা ভালো দেখাচ্ছে না আমার কাছে। এতে বাংলা সম্প্রদায়ের ভাবমূর্তিই ক্ষুণ্ন হচ্ছে কেবল। --- Aishik Rehman (আলাপ) ১৯:২৫, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন