টেমপ্লেট:প্রবেশদ্বার:ধর্ম/নির্বাচিত ধর্মীয় ব্যক্তিত্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বামী বিবেকানন্দ, সন্যাসী হওয়ার আগে নরেন্দ্রনাথ দত্ত, (জানুয়ারি ১২, ১৮৬৩ - জুলাই ৪, ১৯০২) নব্যযুগে বেদন্ত দর্শণের একজন শ্রেষ্ঠ গুরু। তিনি পাশ্চাত্যে ভারতীয় আধ্যত্মিক দর্শনকে জনপ্রিয় করে বিশ্ববিখ্যাত। দীক্ষালাভের পর ভারত পরিভ্রমণরত স্বামিজীকে ক্ষেত্রীর মহারাজ বিবেকানন্দ নাম অর্পণ করেন।

১৮৯৩ সালের শিকাগো ধর্ম মহাসম্মেলনে তাঁর বিশ্বজয় শুরু। ১৮৯৭ সালে তাঁর গুরু রামকৃষ্ণ পরমহংস-এর নামে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর অসংখ্য শিষ্যদের মধ্যে ভারতবর্ষ ছাড়াও পাশ্চাত্য দেশগুলোর অনেকে ছিলেন। ভগিনী নিবেদিতার নাম এখানে উল্লেখযোগ্য।... ... ... আরো জানুন