টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৫ : লিঙ্গ সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন
বাণিজ্যিক?না
প্রকল্পের ধরনটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
অবস্থানবৈশ্বিক
প্রতিষ্ঠাতাজাতিসংঘ
প্রতিষ্ঠিত২০১৫
ওয়েবসাইটsdgs.un.org

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৫ (এস,ডি,জি বা বৈশ্বিক লক্ষ্য ৫) জেন্ডার সমতা ও নারী ক্ষমতায়ন কেন্দ্রিক এবং এটি জাতিসংঘের ২০১৫ সালে প্রতিষ্ঠিত ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যের পঞ্চম, যার মূল লক্ষ্য হল সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত স্থায়িত্বের ভারসাম্য।[১]

এই লক্ষ্যমাত্রার (এস,ডি,জি ৫) এর নয়টি লক্ষ্য এবং ১৪ টি সূচক (ইন্ডিকেটর) রয়েছে। লক্ষ্যগুলির মধ্যে ছয়টি হল "ফলাফল ভিত্তিক": সর্বত্র সকল নারী ও মেয়েদের প্রতি সকল প্রকার বৈষম্যের অবসান ঘটানো; নারী ও মেয়েদের প্রতি সহিংসতা ও শোষণের অবসান; শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহ এবং মহিলাদের যৌনাঙ্গ বিকৃতকরণের মতো ক্ষতিকারক অভ্যাসগুলি দূর করা; অবৈতনিক যত্নের মূল্য বৃদ্ধি এবং ভাগ করা ঘরোয়া দায়িত্বের প্রচার; নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা; এবং সর্বজনীন প্রজনন অধিকার এবং স্বাস্থ্যের অ্যাক্সেস নিশ্চিত করা। লক্ষ্যমাত্রা অর্জনের তিনটি উপায় হল: অর্থনৈতিক সম্পদ, সম্পত্তির মালিকানা এবং মহিলাদের জন্য আর্থিক পরিষেবাগুলির সমান অধিকার বৃদ্ধি করা; প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নের প্রচার; এবং লিঙ্গ সমতার জন্য নীতি গ্রহণ, শক্তিশালীকরণ এবং আইন প্রয়োগ করা।[২]

"কাউকে পিছিয়ে রাখা হবে না" এই অঙ্গীকারের মাধ্যমে, জাতিসংঘের সদস্য দেশগুলি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দ্রুত অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। প্রথমে, বৈষম্য ও সহিংসতা: এটি লিঙ্গ সমতা অর্জন এবং সমস্ত নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য অন্তরায়।

কোভিড-১৯ মহামারী নারীদের প্রভাবিত করেছে কারণ তারা বেশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং তাঁদের চিকিৎসার সুযোগ কমিয়ে দিয়েছে।[৩] গবেষণায় দেখায় যে মহামারী চলাকালীন নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে।[৪]

প্রেক্ষাপট[সম্পাদনা]

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা জাতিসংঘ কর্তৃক নির্ধারিত ১৭ টি বৈশ্বিক লক্ষ্যের একটি সংগ্রহ।[৫] সকল লক্ষ্যগুলি একটি অন্যটির সাথে সম্পৃক্ত তবুও প্রতিটির নিজস্ব লক্ষ্য অর্জনের লক্ষ্যমাত্রা রয়েছে। এস,ডি,জি গুলো সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়গুলির একটি বিস্তৃত পরিসর সংক্রান্তীয়, যার মধ্যে রয়েছে দারিদ্র্য, ক্ষুধা, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা, পানি সরবরাহ, স্যানিটেশন, জ্বালানি, নগরায়ন, পরিবেশ এবং সামাজিক ন্যায়বিচার।[৬]

এস,ডি,জি মূলত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যকে (এম,ডি,জি) প্রতিস্থাপন করেছে। ২০৩০ এজেন্ডাতে জাতিসংঘের শীর্ষ সম্মেলনের ফলাফলের দলিল হল "আমাদের বিশ্বকে রূপান্তর করা: টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা" নামে একটি নথি। এর মধ্যে রয়েছে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের অগ্রগতি অর্জন, ন্যায়বিচারে প্রবেশাধিকার এবং আইনের শাসন এবং কার্যকর, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের ওপর গুরুত্ব দেওয়া।[৭]

নারী ও মেয়েদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, শালীন জীবিকা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রতিনিধিত্বের সমান সুযোগ প্রদান করা টেকসই অর্থনীতিতে ইন্ধন জোগাবে এবং সমাজ ও মানবতাকে ব্যাপকভাবে উপকৃত করবে। এসডিজি ৫ এর জন্য ৯ টি লক্ষ্য এবং ১৪ টি সূচক বা ইন্ডিকেটর রয়েছে।

২০৩০ সালের মধ্যে লিঙ্গ সমতার জন্য বৈষম্যের অনেকগুলি মূল কারণ দূর করার জন্য জরুরি পদক্ষেপ প্রয়োজন, যা ব্যক্তিগত এবং সরকারি ক্ষেত্রে নারীর অধিকারকে হ্রাস করে।[৮] লিঙ্গ-ভিত্তিক সহিংসতা এবং ধর্ষণ নির্মূল করা একটি অগ্রাধিকারমূলক বিষয়, কারণ এটি একটি মানবাধিকার লঙ্ঘন।[৯] লিঙ্গ সমতাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি কিছু ক্ষেত্রে উন্নতি ঘটিয়েছে, তবে এমন একটি বিশ্বের প্রতিশ্রুতি যেখানে প্রতিটি মহিলা এবং মেয়ে সম্পূর্ণ লিঙ্গ সমতার অধিকার পাবে এবং ডিজিটাল ক্ষমতায়ন সহ তাদের ক্ষমতায়নের জন্য সমস্ত আইনি, সামাজিক এবং অর্থনৈতিক বাধাগুলো এখনো রয়েছে।[১০]

শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শালীন জীবিকা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রতিনিধিত্বের সমান অ্যাক্সেসের সাথে নারী ও মেয়েদের প্রদান টেকসই অর্থনীতির লালনপালন এবং ব্যাপকভাবে সমাজ ও মানবতাকে উপকৃত করবে।[৯] লিঙ্গ সমতা অর্জনের জন্য বলবৎযোগ্য আইনের প্রয়োজন হবে যা সমস্ত নারী ও মেয়েদের ক্ষমতায়নকে উন্নীত করে এবং সমস্ত মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষার প্রয়োজন। লক্ষ্যগুলি লিঙ্গ বৈষম্যের অবসান এবং প্রযুক্তির মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়নের আহ্বান জানায়। প্রযুক্তির অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে।.[১০]

লক্ষ্য, সূচক ও উন্নয়ন[সম্পাদনা]

বাল্যবিবাহ হতে উদ্ধারকৃত শিশু

এস,ডি,জি-এর লক্ষ্য ও সূচকগুলি ব্যাপক এবং মহিলাদের (নারী ও মেয়ে) জন্য সমান সুযোগ প্রদান করে৷ লক্ষ্যগুলি সর্বত্র সমস্ত নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের অবসান (লক্ষ্য ৫.১), সহিংসতা এবং মহিলাদের শোষণ (লক্ষ্য ৫.২), মহিলাদের যৌনাঙ্গচ্ছেদ এবং জোরপূর্বক বিবাহ (লক্ষ্য ৫.৩) এর মতো অভ্যাসগুলি দূরীকরণ (লক্ষ্য ৫.৩), মূল্য বৃদ্ধি সহ একটি বিস্তৃত লিঙ্গ সংক্রান্ত সমস্যাগুলিকে কভার করে। অবৈতনিক যত্ন এবং শেয়ার করা গার্হস্থ্য দায়িত্বের প্রচার (লক্ষ্য ৫.৪), নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে মহিলাদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা (লক্ষ্য ৫.৫), সার্বজনীন প্রজনন অধিকার এবং স্বাস্থ্যের অ্যাক্সেস নিশ্চিত করা (লক্ষ্য ৫.৬), অর্থনৈতিক সম্পদের সমান অধিকার, সম্পত্তির মালিকানা বৃদ্ধি করা এবং নারীদের জন্য আর্থিক সেবা (লক্ষ্য ৫.এ), প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নের প্রচার (লক্ষ্য ৫.বি) এবং লিঙ্গ সমতার জন্য নীতি গ্রহণ, শক্তিশালীকরণ এবং আইন প্রয়োগ করা (লক্ষ্য ৫.সি)।[১১]

আরও লিঙ্গ সমান বিশ্বের প্রতি অঙ্গীকার জোরদার করে, লক্ষ্যগুলি লক্ষ্যগুলিকে আরও সুনির্দিষ্ট করতে সহায়তা করে। সূচকগুলি সেই মাত্রাগুলোকে প্রকাশ করে যার দ্বারা বিশ্ব এই লক্ষ্যগুলি অর্জিত হয়েছে কিনা তা নির্ণয় ও নীরিক্ষন করা যায়।

লক্ষ্য ৫.১[সম্পাদনা]

"সর্বত্র সকল নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের অবসান।"

সূচক ৫.১.১ : লিঙ্গের ভিত্তিতে সমতা এবং অ-বৈষম্যের প্রচার, প্রয়োগ এবং নিরীক্ষণের জন্য আইনি কাঠামো আছে কি না।[১২]

লক্ষ্য ৫.২[সম্পাদনা]

"নারী ও মেয়েদের প্রতি সহিংসতা ও শোষণ নির্মুল।"

সূচক ৫.২.১ : ১৫ বছর বা ততোধিক বয়সী নারী, পূর্ববর্তী ১২ মাসে তাঁর সঙ্গীর (স্বামী বা অন্যান্য) মাধ্যমে শারীরিক বা যৌন শোষণ বা নির্যাতনের শিকার হয়েছে কিনা, তার অনুপাত।[১৩]

সূচক ৫.২.২ : ১৫ বছর বা ততোধিক বয়সী নারী, পূর্ববর্তী ১২ মাসে তাঁর সঙ্গী (স্বামী বা অন্যান্য) ব্যতীত অন্য কারো মাধ্যমে মাধ্যমে শারীরিক বা যৌন শোষণ বা নির্যাতনের শিকার হয়েছে কিনা, তার অনুপাত।[১৪]

লক্ষ্য ৫.৩[সম্পাদনা]

"জোর্পূর্বক বিয়ে এবং যোনী বিকৃতিকরণ নিরোধ।"[১৫]

সূচক ৫.৩.১ : ২০ থেকে ২৪ বছর বয়সী নারী, যারা ১৫ বছর বা ১৮ বছর বয়সের পূর্বে বিয়ে করেছে বা এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাঁদের অনুপাত।[১৬]

সূচক ৫.৩.২ : ১৫ থেকে ৪৯ বয়সী নারী যোনী বিকৃতকরণের শিকার হয়েছ, তাঁদের অনুপাত।[৫]

লক্ষ্য ৫.৪[সম্পাদনা]

"যত্ন এবং গার্হস্থ্য দায়িত্বকে যথাযথ মূল্যায়ন।"[৫]

সূচক ৫.৪.১ : লিঙ্গ, বয়স এবং ভৌগোলিক অবস্থান অনুসারে অবৈতনিক গার্হস্থ্য এবং যত্নের কাজে ব্যয় করা সময়ের অনুপাত।

লক্ষ্য ৫.৫[সম্পাদনা]

"নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিতকরণ।"[১৭]

সূচক ৫.৫.১ : জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারে মহিলাদের আসনের অনুপাত।[৫]

সূচক ৫.৫.২ : নেতৃত্ব প্রদানকারী পদে নারীর অনুপাত[৫]

লক্ষ্য ৫.৬[সম্পাদনা]

"প্রজনন ও সার্বজনীন স্বাস্থের অধিকার।"[৫]

সূচক ৫.৬.১ : ১৫ থেকে ৪৯ বছর বয়সী মহিলাদের যৌন সম্পর্ক, গর্ভনিরোধক ব্যবহার এবং প্রজনন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে তাঁদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অনুপাত।[৫]

সূচক ৫.৬.২ : যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, তথ্য এবং শিক্ষার জন্য ১৫ বছর বা তার বেশি বয়সী নারী এবং পুরুষদের সম্পূর্ণ এবং সমান অধিকারের নিশ্চয়তার আইন ও প্রবিধান আছে এমন দেশের সংখ্যা।[৫]

লক্ষ্য ৫.এ[সম্পাদনা]

"অর্থনৈতিক সম্পদের সমান অধিকার, সম্পত্তির মালিকানা বৃদ্ধি করা এবং নারীদের জন্য আর্থিক সেবা।"[৫]

সূচক ৫.এ.১ : লিঙ্গের ভিত্তিতে কৃষি জমির উপর মালিকানা বা নিরাপদ অধিকার সহ মোট কৃষি জনসংখ্যার অনুপাত; এবং জমির ধরন অনুসারে মালিকানা বা অধিকার ধারকদের মধ্যে মহিলাদের অংশ।[৫]

সূচক ৫.এ.২ : নারীদের জন্য জমির সম-অধিকার নিশ্চিতকরণে আইন ও বিধিমালা রয়েছে এমন দেশের অনুপাত।[৫]

লক্ষ্য ৫.বি[সম্পাদনা]

"প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নের প্রচারণা।"[৫]

সূচক ৫.বি.১ : লিঙ্গের ভিত্তিতে মোবাইল ফোন ব্যবহারের অনুপাত।[৫]

লক্ষ্য ৫.সি[সম্পাদনা]

"লিঙ্গ সমতার জন্য নীতি গ্রহণ, শক্তিশালীকরণ এবং আইন প্রয়োগ।"

সূচক ৫.সি.১ : লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়নের জন্য বরাদ্দ রয়েছে, সেই সকল দেশের অনুপাত।[৫]

তত্ত্বাবধানকারী সংস্থা[সম্পাদনা]

সূচক ৫.১.১ : ইউএন ওমেন, বিশ্ব ব্যাংক, ওইসিডি
সূচক ৫.২.১ ও ৫.২.২ : ইউনিসেফ, ইউএন ওমেন, ইউএনএফপিএ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এউ,এন,ও,ডি,সি
সূচক ৫.৩.১ ৫.৩.২ : ইউনিসেফ
সূচক ৫.৪.১ : ইউএন ওমেন
সূচক ৫.৫.১ : ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন, ইউএন ওমেন
সূচক ৫.৫.২ : আইএলও
সূচক ৫.৬.১ : ইউএনএফপিএ
সূচক ৫.এ.১ ও ৫.এ.২ : ইউএনএফপিএ
সূচক ৫.এ.২ : এফএও
সূচক ৫.বি.১ : আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন
সূচক ৫.সি.১ : ইউএন ওমেন, ওইসিডি

পরিবেক্ষণ ও অগ্রগতি[সম্পাদনা]

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে অগ্রগতি পরিবেক্ষণ ও মূল্যায়ন করে জাতিসংঘের মহাসচিব দ্বারা একটি বার্ষিক প্রতিবেদন তৈরি করা হয়।[১৮]

এসডিজিগুলিকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যদি তাদের বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ শাসন চ্যালেঞ্জগুলি মোকাবেলায় আরও মনোযোগ দেওয়া না হয়।[১৯] এতে সরকার, ব্যবসা, বেসরকারী সংস্থা, সুশীল সমাজ এবং গবেষকরা কীভাবে একসাথে কাজ করবে তা বিবেচনা করা জড়িত। সমস্ত এস,ডি,জি-এর জন্য উচ্চ-স্তরের অগ্রগতি প্রতিবেদনগুলি জাতিসংঘের মহাসচিব দ্বারা রিপোর্ট আকারে প্রকাশিত হয়, সাম্প্রতিক একটি হল জাতিসংঘের উচ্চ স্তরের রাজনৈতিক ফোরাম এস,ডি,জি ৫ এর বিষয়ভিত্তিক পর্যালোচনা।[২০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "A Systems Approach to Global Sustainability" (ইংরেজি ভাষায়)। Future Earth। ২৮ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০ 
  2. "Goal 5: Gender Equality - SDG Tracker"Our World in Data (ইংরেজি ভাষায়)। ২৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০ 
  3. "sustainability" (পিডিএফ)। ১৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 
  4. Onyango, Monica Adhiambo। "Sexual and gender-based violence during COVID-19: lessons from Ebola"The Conversation (ইংরেজি ভাষায়)। ২৫ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০ 
  5. United Nations (2017) Resolution adopted by the General Assembly on 6 July 2017, Work of the Statistical Commission pertaining to the 2030 Agenda for Sustainable Development (A/RES/71/313 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ অক্টোবর ২০২০ তারিখে)
  6. United Nations (2015) Resolution adopted by the General Assembly on 25 September 2015, Transforming our world: the 2030 Agenda for Sustainable Development (A/RES/70/1 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ মে ২০১৯ তারিখে)
  7. "Transforming our world: the 2030 Agenda for Sustainable Development – Sustainable Development Knowledge Platform"। United Nations। ১২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২০ 
  8. "Goal 05. Achieve gender equality and empower all women and girls – Indicators and a Monitoring Framework"indicators.report। indicators.report। ১৯ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৭ 
  9. "Sustainable Development Goal 5: Gender equality"UN Women (ইংরেজি ভাষায়)। UN Women। ২৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৭ 
  10. "Making innovation and technology work for women"UN Women (ইংরেজি ভাষায়)। ২৮ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০ 
  11. "Goal 5: Gender Equality – SDG Tracker"Our World in Data (ইংরেজি ভাষায়)। ২৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০ 
  12. "Child marriage"www.unicef.org (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৭ 
  13. "Discrimination against women persists around the globe hampering development"UN Women (ইংরেজি ভাষায়)। ১৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫ 
  14. Sustainable Development Goals (২০২০)। "SDG Indicators Metadata repository" 
  15. "Female genital mutilation"www.who.int (ইংরেজি ভাষায়)। ২৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০ 
  16. Gillard, Julia; Blanchett, Cate (১ অক্টোবর ২০১৪)। "Educate women and their community will prosper. Deny them education and the world will suffer | Julia Gillard and Cate Blanchett"The Guardian (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। ১৯ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০ 
  17. "Women's participation in decision-making"UNDP (ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০ 
  18. United Nations (2017) Progress towards the Sustainable Development Goals Report of the Secretary-General ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুলাই ২০১৯ তারিখে, High-level political forum on sustainable development, convened under the auspices of the Economic and Social Council, 11 May 2017
  19. "3 challenges facing the UN's Sustainable Development Goals"World Economic Forum (ইংরেজি ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০ 
  20. High Level Political Forum on Sustainable Development (2017) 2017 HLPF Thematic review of SDG 5: Achieve gender equality and empower all women and girls ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ জুলাই ২০২০ তারিখে

বহিঃসংযোগ[সম্পাদনা]