জাতিসংঘ জনসংখ্যা তহবিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাতিসংঘ জনসংখ্যা তহবিল
Emblem of the United Nations.svg
UNFPA logo.svg
মর্যাদাচলমান
প্রধান কার্যালয়নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
ওয়েবসাইটwww.unfpa.org

ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (সংক্ষেপে ইউএনএফপিএ নামে পরিচিত; পূর্বে ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস নামে পরিচিত ছিল) হলো জাতিসংঘের একটি সংস্থা, যার লক্ষ্য হল বিশ্বব্যাপী প্রজনন ও মাতৃস্বাস্থ্য উন্নতি করা।[১]

ইউএনএফপিএ-এর কর্মসূচীর মধ্যে রয়েছে জাতীয় স্বাস্থ্যসেবা কৌশল এবং প্রোটোকল তৈরি করা, জন্মনিয়ন্ত্রণে প্রবেশাধিকার বৃদ্ধি করা, এবং বাল্যবিবাহ, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, প্রসূতি ফিস্টুলা, এবং মহিলাদের যৌনাঙ্গ বিকৃতকরণের বিরুদ্ধে অগ্রণী প্রচারণা এবং পদক্ষেপ।[২]

ইউএনএফপিএ চারটি ভৌগোলিক অঞ্চল জুড়ে ১৪৪টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনায় সহায়তা করছে: আরব অঞ্চল, ইউরোপ, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয়, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান এবং সাব-সাহারান আফ্রিকা। এই সংস্থায় প্রায় তিন-চতুর্থাংশ কর্মী মাঠ কর্মে নিয়োজিত রয়েছেন। এটি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About us – UNFPA – United Nations Population Fund"। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৬ 
  2. United Nations Sustainable Development Group Retrieved 16 July 2018. undg.org