টমাস বপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টমাস বপ
১৯৯৭ সালে টমাস বপ
জন্ম(১৯৪৯-১০-১৫)১৫ অক্টোবর ১৯৪৯
মৃত্যুজানুয়ারি ৫, ২০১৮(2018-01-05) (বয়স ৬৮)
ফিনিক্স, অ্যারিজোনা, মার্কিন যুক্তরা্ষ্ট্র
মাতৃশিক্ষায়তনইয়ংসটাউন স্টেট বিশ্ববিদ্যালয়
পেশাজ্যোতির্বিদ

টমাস জে. বপ ডি. এসসি (১৫ অক্টোবর, ১৯৪৯ - ৫ জানুয়ারি, ২০১৮) একজন মার্কিন জ্যোতির্বিদ। তিনি ১৯৯৫ সালে এ্যালান হেলের সাথে হেল-বপ ধূমকেতু আবিষ্কার করেন।[১] ধূমকেতুটি আবিষ্কারের সময় তিনি একটি নির্মানসামগ্রী প্রস্তুত করে এমন একটি কারখানার ব্যবস্থাপক হিসাবে কাজ করছিলেন। তিনি একজন শখের জ্যোতির্বিদ। এটিই ছিল তার দেখা প্রথম ধূমকেতু। তিনি ডেনভার, কলোরাডো তে জন্ম গ্রহণ করেন। ‍তিনি Mahoning Valley Astronomical Society (MVAS) এর আজীবন সদস্য। ক্লাবের ১৬ ইঞ্চি রিফলেক্টর টেলিস্কোপে আকাশ দেখার পর জ্যোতির্বিজ্ঞানের প্রতি তার অনুরাগ সৃষ্টি হয়। তিনি ইয়াংস্টোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন এবং আরিজোনা রাজ্যের টাসকোনে ১৯৮১ সাল থেকে বসবাস করতেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ramamurthy G. (August, 2005). Biographical Dictionary of Great Astronomers, Surah Books (pvt) Ltd., Chennai, আইএসবিএন ৮১-৭৪৭৮-৬৯৭-X.
  2. Newcott, William R. (Dec. 1997). "The age of comets". National Geographic, p. 101.