বিষয়বস্তুতে চলুন

ঝর্ণা দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ঝর্ণা দাশ থেকে পুনর্নির্দেশিত)
ঝর্ণা দাস বৈদ্য
রাজ্যসভার সাংসদ
কাজের মেয়াদ
৩ এপ্রিল ২০১৬ – ২০২২
পূর্বসূরীনিজেকে
উত্তরসূরীমানিক সাহা
সংসদীয় এলাকাত্রিপুরা
ত্রিপুরা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ
কাজের মেয়াদ
৩ এপ্রিল ২০১০ – ২ এপ্রিল ২০১৬
পূর্বসূরীমতিলাল সরকার
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-10-01) ১ অক্টোবর ১৯৬২ (বয়স ৬২)
মির্জা,উদয়পুর ত্রিপুরা
রাজনৈতিক দলসিপিআই (এম)
দাম্পত্য সঙ্গীকৌশিক বৈদ্য
বাসস্থানআগরতলা, ত্রিপুরা

ঝর্ণা দাস একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি বর্তমানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সবাদী) থেকে নির্বাচিত ত্রিপুরা রাজ্যসভার সদস্য।

রাজনীতি

[সম্পাদনা]

তিনি ২০১০ সালের মার্চে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।[] ঝর্ণা রাজ্যসভায় নির্বাচিত হওয়ার আগে সিপিআই ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য ছিলেন। রাজ্য সমাজকল্যাণ বোর্ডের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন।[] ঝর্ণা দাস ত্রিপুরা রাজ্যসভা থেকে নির্বাচিত প্রথম দলিত এবং ২য় নারী সদস্য হিসেবে নির্বাচিত হন।

২০১৬ সালের ২১ মার্চে ঝর্ণা দাস বৈদ্য ত্রিপুরা থেকে রাজ্যসভা নির্বাচনে ৪৯ ভোট পেয়ে কংগ্রেস প্রার্থী জ্যোতির্ময় নাথকে পরাজিত করেন, যিনি মাত্র ১০ টি ভোট লাভ করেন।[] ঝর্ণা দাস এর ফলে ২য় বারের মত রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯ 
  3. http://www.business-standard.com/article/news-ians/cpi-m-s-jharna-das-baidya-re-elected-to-rajya-sabha-from-tripura-116032100845_1.html