বিষয়বস্তুতে চলুন

জ্লা-বা-র্গ্যাল-ম্ত্শান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্লা-বা-র্গ্যাল-ম্ত্শান

জ্লা-বা-র্গ্যাল-ম্ত্শান (তিব্বতি: ཟླ་བ་རྒྱལ་མཚནওয়াইলি: zla ba rgyal mtshan) (১৪৯৯-১৫৮৭) ভূটানে প্রচলিত তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের প্রথম পে-গ্লিং-থুগ্স-স্রাস (ওয়াইলি: pe gling thugs sras) উপাধিধারী বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

জ্লা-বা-র্গ্যাল-ম্ত্শান ১৪৯৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা পে-মা-গ্লিং-পা (ওয়াইলি: pe ma gling pa) তিব্বতী বৌদ্ধধর্মের ইতিহাসে অন্যতম বিখ্যাত গ্তের-স্তোন ছিলেন। তার মাতার নাম ছিল স্রিদ-থার (ওয়াইলি: srid thar)। পিতার নিকট হতে তার দ্বারা আবিষ্কৃত ব্লা-মা-নোর-বু-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: bla ma nor bu rgya mtsho), থুগ্স-র্জে-ছেন-পো-মুন-সেল-স্গ্রোন-মে (ওয়াইলি: thugs rje chen po mun sel sgron me) এবং কুন-ব্জাং-দ্গোংস-'দুস (ওয়াইলি: kun bzang dgongs 'dus) নামক গ্রন্থগুলি সম্বন্ধে শিক্ষালাভ করেন। তিনি ভূটানের বিস্তীর্ণ অঞ্চলে ধর্ম শিক্ষাপ্রদান করেন। এছাড়া তিনি ছু-স্মাদ (ওয়াইলি: chu smad) অঞ্চলে ল্হুন-গ্রুব-ব্দে-দ্ব্যাংস (ওয়াইলি: lhun drub bde dbyangs) বৌদ্ধবিহার এবং ম্খেং (ওয়াইলি: mkheng) অঞ্চলে দ্গোংস-স্তোদ-গ্সের-গ্যি-ল্হা-খাং (ওয়াইলি: dgongs stod gser gyi lha khang) বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন। ১৮৮৬ খ্রিষ্টাব্দে কূলগাংরি পর্বতের পাদদেশে ৮৮ বছর বয়সে তার মৃত্যু হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Rigdzin, Karma (এপ্রিল ২০১১)। "The First Peling Tukse, Dawa Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১২-২৩ 
পূর্বসূরী
--
জ্লা-বা-র্গ্যাল-ম্ত্শান
প্রথম পে-গ্লিং-থুগ্স-স্রাস
উত্তরসূরী
ন্যি-জ্লা-র্গ্যাল-ম্ত্শান