জ্যাক ম্যাকলেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্যাক ম্যাকলেস
দেশফ্রান্স
জন্ম (1945-07-08) ৮ জুলাই ১৯৪৫ (বয়স ৭৮)
খেতাবফিদে মাস্টার
ফিদে রেটিং2301 (February 2013)
সর্বোচ্চ রেটিং২৩৭৫ (জানু ১৯৮৮)

জ্যাক ম্যাকলেস (জন্ম ৮ জুলাই ১৯৪৫) একজন ফরাসি দাবাড়ু, ফিদে মাস্টার, ফরাসি দাবা চ্যাম্পিয়নশিপ (১৯৭০) বিজয়ী এবং প্যারিস সিটি দাবা চ্যাম্পিয়নশিপ (১৯৭৫) বিজয়ী।

জীবনী[সম্পাদনা]

১৯৬৫ সালে, বার্সেলোনায়, জ্যাক ম্যাকলেস ৮ম বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন এবং ১৭ তম স্থান অধিকার করেন।[১] এছাড়াও তিনি ফ্রান্সে ১৯৬০-১৯৮০-এর দশকে অনুষ্ঠিত বেশ কয়েকটি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জ্যাক ম্যাকলেস ১৯৭০ সালে[২] ফরাসি দাবা চ্যাম্পিয়নশিপ এবং ১৯৭৫ সালে প্যারিস সিটি দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।

জ্যাক ম্যাকলেস দাবা অলিম্পিয়াডে ফ্রান্সের হয়ে খেলেছেন :[৩]

  • ১৯৭৪ সালে, নিসের ২১তম দাবা অলিম্পিয়াডে প্রথম বোর্ডে (+৬, =৭, -৪)।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]