বিষয়বস্তুতে চলুন

জ্ঞান সিং সোহানপাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্ঞান সিং সোহানপাল
প্রো-টেম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ
কাজের মেয়াদ
১৮ মে ২০১১ – ৩০ মে ২০১১
গভর্নরএম. কে. নারায়ণন
পূর্বসূরীহাশিম আবদুল হালিম
উত্তরসূরীবিমান বন্দ্যোপাধ্যায়
সংসদীয় এলাকাখড়গপুর সদর
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৬৯ – ১৯৭৭
পূর্বসূরীনারায়ণ চৌবে
সংসদীয় এলাকাখড়গপুর সদর
কাজের মেয়াদ
১৯৮২ – ২০১৬
পূর্বসূরীসুধীর দাশ শর্মা
উত্তরসূরীদিলীপ ঘোষ
সংসদীয় এলাকাখড়গপুর সদর
ক্ষুদ্র শিল্প ও জেল মন্ত্রী
পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ – ৩০ জুলাই ১৯৭০
গভর্নরশান্তি স্বরূপ ধাবন
মুখ্যমন্ত্রীঅজয় মুখোপাধ্যায়
পরিবহন, জেল ও সংসদ বিষয়ক মন্ত্রী
পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
১৯ মার্চ ১৯৭২ – ২১ জুন ১৯৭৭
গভর্নরঅ্যান্টনি ল্যান্সেলট ডায়াস
মুখ্যমন্ত্রীসিদ্ধার্থ শঙ্কর রায়
ব্যক্তিগত বিবরণ
জন্মজ্ঞান সিং সোহানপাল
(১৯২৫-০১-১১)১১ জানুয়ারি ১৯২৫
মৃত্যু৮ আগস্ট ২০১৭(2017-08-08) (বয়স ৯২)
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
প্রাক্তন শিক্ষার্থীমেদিনীপুর কলেজিয়েট স্কুল

জ্ঞান সিং সোহানপাল (১১ জানুয়ারী ১৯২৫ - ৮ আগস্ট ২০১৭), ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য।[] খড়গপুর সদরে তাঁর নির্বাচনী এলাকায় তিনি স্নেহের সাথে চাচা জি (ইংরেজিতে "আঙ্কেল") নামে পরিচিত।

তিনি ১৯৬৯, ১৯৭১, ১৯৭২, ১৯৮২, ১৯৮৭, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৬ এবং ২০১১ [] সালে খড়্গপুর সদর আসনে জয়ী হন।

১৯৬৯ সাল থেকে তিনি শুধুমাত্র ১৯৭৭ এবং ২০১৬ সালে নির্বাচনে হেরেছিলেন যখন তার বয়স ছিল ৯১ বছর।

তিনি ১০ মেয়াদে বিধায়ক ছিলেন।[]

তিনি ১৯৬২ সালে তার প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৯৬৯ সালে অজয় মুখার্জির মন্ত্রিসভায় মন্ত্রী হন, ক্ষুদ্র শিল্প ও কারাগারের দায়িত্ব নেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় তিনি পরিবহন, জেল ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি ১৯৮২ সাল থেকে খড়গপুরের প্রতিনিধিত্ব করেছেন এবং ২০১১ সালের নির্বাচনে তিনি সিপিআই(এম) এর অনিল কুমার দাসকে ৩২,০০০ ভোটে পরাজিত করেছিলেন। সেই নির্বাচনের পর তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার সবচেয়ে প্রবীণ সদস্য ছিলেন এবং সংক্ষিপ্তভাবে বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।[] তিনি ১৮ মে ২০১১-এ রাজ্যপাল এম কে নারায়ণন দ্বারা স্পিকার হিসাবে শপথ নেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Tribune, Chandigarh, India - Nation"www.tribuneindia.com 
  2. "From one wave of change to another, Chacha has seen it all - Indian Express"archive.indianexpress.com 
  3. "Will it be a perfect 10 for Kharagpur's own Chacha"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Buddhadev resigns, to continue till swearing-in on May 18"www.outlookindia.com (ইংরেজি ভাষায়)।