জুলিয়া স্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুলিয়া স্কার
জুলিয়া স্কার, ১৯১৪
জন্ম
জুলিয়া সুলিভান

(১৮৭১-০২-১৭)১৭ ফেব্রুয়ারি ১৮৭১
লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু১০ এপ্রিল ১৯২৭(1927-04-10) (বয়স ৫৬)
জাতীয়তাব্রিটিশ
পেশারাজনীতিবিদ
দাম্পত্য সঙ্গীজন স্কার (বি. ১৯০০–১৯২৭)

জুলিয়া স্কার (নি সুলিভান; ১৭ ফেব্রুয়ারি ১৮৭১ — ১০ এপ্রিল ১৯২৭) একজন ব্রিটিশ রাজনীতিবিদ ও ভোটাধিকারী ছিলেন।

প্রারম্ভিক অভিজ্ঞতা[সম্পাদনা]

জুলিয়া স্কার লন্ডনের পূর্ব প্রান্তে লাইমহাউসে জন্মগ্রহণ করেন এবং তিনি ১৯০০ সালে জন স্কারকে বিয়ে করেন,[১] যিনি একজন হিসাবরক্ষক, ট্রেড ইউনিয়বাদী ও জর্জ ল্যান্সবারির সহযোগী ছিলেন।[২] তিনি চার বছরেরও বেশি সময় ধরে জন্ম দেওয়া তিন সন্তানের জননী ছিলেন,[২] তিনি ইস্ট এন্ডে কর্মজীবী মহিলাদের জন্য একজন বিশিষ্ট কর্মীও হয়ে ওঠেন ও ১৯০৫ সালে বেকারত্বের বিরুদ্ধে একটি বড় বিক্ষোভের প্রধান সংগঠক ছিলেন, যার পরে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী আর্থার বেলফোরের সাথে দেখা করেন। ১৯০৭ সালে, তিনি লেবার পার্টির প্রতিনিধিত্ব করে পপলার বোর্ড অফ গার্ডিয়ানে নির্বাচিত হন।[৩]

ভোটাধিকার আন্দোলনে ভূমিকা[সম্পাদনা]

সিলভিয়া প্যানখার্স্টের একজন সহযোগী হিসেবে স্কার তার পূর্ব লন্ডন ফেডারেশন অফ সাফ্রাগেটসে যোগদান করেন। তিনি ইস্ট এন্ড থেকে ছয় নারীর প্রতিনিধি দলের একজন ছিলেন (ডেইজি পার্সন, জেন স্যাভয়, জেসি পেইন, মিসেস বার্ড ও মিসেস ওয়াটকিনস)[২] যারা প্যানখার্স্টের অনশনের পর ১৯১৪ সালের ২০ জুন প্রধানমন্ত্রী এইচ এইচ অ্যাসকুইথের সাথে দেখা করেন।[৪] ইপসউইচ উপ-নির্বাচনে অসফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তার স্বামী এমপি হওয়ার জন্য চতুর্থ প্রচেষ্টা করার মাত্র দুই সপ্তাহ পরে এটি ছিল। [২]

স্কার (ডান থেকে দ্বিতীয়) ১৯১৪ সালে ভোটাধিকারী ডেপুটেশন

প্রধানমন্ত্রীর কাছে স্কারারের আবেদন ছিল দারিদ্র্যের মধ্যে বসবাসকারী পূর্ব লন্ডনের কর্মজীবী নারীদের (এবং পুরুষ) জন্য ভোটাধিকারের দাবি, যারা অল্প বয়সে মারা গেছে ও সহায়তাহীন বিধবাদের জন্য। তিনি শিশু যত্ন, পড়াশোনা ও আবাসন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন।[২] স্কার মিসেস প্যানখার্স্টের অনশনের প্রসঙ্গে বলেছেন, "একুশ বছরের বেশি বয়সী প্রতিটি মহিলার জন্য ভোট দাবি করতে আমরা আজ এখানে এসেছি"।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Julia Scurr: Socialist, suffragette, and Poplar Rates Rebel"East End Women's Museum। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. Diane, Atkinson (২০১৮)। Rise up, women! : the remarkable lives of the suffragettes। Bloomsbury। পৃষ্ঠা 503–4। আইএসবিএন 9781408844045ওসিএলসি 1016848621 
  3. "Poplar councillors", Oxford Dictionary of National Biography
  4. Bullock, Ian (১৯৯২)। Sylvia Pankhurst: From Artist to Anti-Fascist (ইংরেজি ভাষায়)। Springer। আইএসবিএন 9781349121830। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৮ :৭৮