জুলাই বিপ্লব
অবয়ব
বৌরবন পুনরুদ্ধার এবং ১৮৩০ এর বিপ্লব-এর অংশ | |
তারিখ | ২৬–২৯ জুলাই ১৮৩০ |
---|---|
অবস্থান | ফ্রান্স |
অংশগ্রহণকারী | ফরাসি সমাজ |
ফলাফল |
|
ফ্রান্সের ইতিহাস |
---|
ধারাবাহিকের একটি অংশ |
কালক্রম |
জুলাই বিপ্লব ১৮৩০ সালে ফ্রান্সে সংগঠিত একটি বিপ্লব। ১৮৩০ সালের ২৬শে জুলাই থেকে ২৯শে জুলাই পর্যন্ত ৪ দিন স্থায়ী ছিল। এটি ১৮৩০ সালের ফরাসি বিপ্লব বা দ্বিতীয় ফরাসি বিপ্লব নামেও পরিচিত। জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের দশম চার্লসকে ক্ষমতাচ্যুত করে ফ্রান্সের শাসনভার হাতে নেয় প্রথম লুই ফিলিপ। এই বিপ্লবের মাধ্যেম জনসাধারণে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার নিশ্চিত করা হয়।