জিয়াউল হক পলাশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিয়াউল হক পলাশ
জন্ম৩ ফেব্রুয়ারি ১৯৯৩
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাঅর্থসংস্থান ও ব্যাংকিং, অনার্স
মাতৃশিক্ষায়তনগভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
তিতুমীর কলেজ
পেশাঅভিনেতা
পরিচালক
উল্লেখযোগ্য কর্ম
ব্যাচেলর পয়েন্ট
ফ্যামিলি ক্রাইসিস
দাম্পত্য সঙ্গীনাফিসা রুম্মান মেহনাজ

জিয়াউল হক পলাশ একজন বাংলাদেশী ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক। বিশেষ করে দর্শকদের মাঝে তিনি হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি "কাবিলা" চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে "পারভেজ" নামে বেশ পরিচিত হয়ে উঠেন। এই নাটকটিতে মূলত তিনি তার ছন্দ ছাড়া অনর্গল কবিতা বলার জন্য বেশ জনপ্রিয়তা পায়।[১][২][৩]

প্রাথমিক ও শিক্ষা জীবন[সম্পাদনা]

পলাশ জন্মগ্রহণ করেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে। কিন্তু তার বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। পড়ালেখায় তিনি তেমন ভালো ছিলেন না। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল হতে ২০০৯ সালে এস.এস.সি পরীক্ষা দেন, কিন্তু এতে তার ফলাফল ভালো হয়নি। তাই পুনরায় ২০১০ সালে পরীক্ষা দেন। এইচ.এস.সি পাশ করেন ২০১৩ সালে। এরপর তিতুমীর কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্স সম্পূর্ণ করেন।[৪]

কর্মক্ষেত্র[সম্পাদনা]

পলাশ এখন একজন হাস্যরসাত্মক অভিনেতা হিসেবে পরিচিত হলেও তিনি কিন্তু একজন পরিচালক। তিনি তার কর্মজীবন শুরু করেন পরিচালক হিসেবে। তিনি প্রায় দুই বছর মোস্তফা সারোয়ার ফারুকির কাছে প্রশিক্ষণ নেন।[৫][৬][৭]

উল্লেখযোগ্য কাজগুলো[সম্পাদনা]

টেলিভিশন[সম্পাদনা]

  • একটি সন্দেহের গল্প'
  • জার্নি বাই লঞ্চ (২০১৭)
  • কারসাজি (২০১৭)
  • জাস্ট চিল (২০১৮)
  • ব্যাচেলর পয়েন্ট (২০১৮)
  • এক্স গার্লফ্রেন্ড (২০১৯)
  • নেটওয়ার্ক বিজি (২০১৯)
  • ব্যাড ড্রিমস (২০১৯)
  • প্লুরাল নাম্বার থার্ড পারসন (২০১৯)
  • কলেজ বাঙ্ক (২০১৯)
  • সব সম্পর্কের নাম হয় না (২০১৯)
  • টম এন্ড জেরী (২০১৯)
  • সরি স্যার (২০১৯)
  • আরেকটি সন্দেহের গল্প (২০১৯)
  • আরেকটি বিড়াল বিরম্বনা (২০১৯)
  • টম এন্ড জেরী ২ (২০১৯)
  • ব্যাচেলর ট্রিপ (২০১৯)
  • ব্যাচেলর ঈদ (২০১৯)
  • ফ্যামিলি ক্রাইসিস (২০১৯)
  • মি এড ইউ (২০১৯)
  • ভাই প্রচুর কবিতা ভালোবাসে (২০১৯)
  • মোবাইল চোর (২০১৯)
  • বোকা ভালোবাসা (২০১৯)
  • মিশন বরিশাল (২০১৯)
  • আন্ডার সেভ (২০১৯)
  • অনলি মি (২০১৯)
  • প্রপোজ (২০২০)
  • স্টেডিয়াম (২০২০)
  • ঘরে ফেরা (২০২০)
  • ওয়েটিং (২০২০)
  • টাকাটা কই? (২০২০)
  • ব্যাচেলর কোয়ারেন্টাইন (২০২০)
  • মাস্ক (২০২০)
  • সিঙ্গেল (২০২০)
  • কাবাবের হাড্ডি (২০২০)
  • সানগ্লাস (২০২০)
  • হ্যালো বেবী (২০২১)
  • ফিমেল (২০২১)
  • আইসিইউ (২০২১)
  • একটুখানি (২০২১)
  • ঠান্ডা (২০২১)
  • ইউটিউমার (২০২১)
  • আপন (২০২১)
  • অদ-ভূত (২০২১)
  • দি সিক্রেট (২০২১)
  • দই (২০২২)
  • সাদা প্রাইভেট (২০২২)
  • ব্যাচেলার রমজান (২০২২)
  • ফিমেল ২ (২০২২)
  • ব্যাচেলার কোরবানি (২০২২)
  • বেড বাজ (২০২২)
  • গুডবাজ (২০২২)

পরিচালনা[সম্পাদনা]

  • ফ্রেন্ডস উইথ বেনিফিট (২০১৮)
  • সারপ্রাইজ (২০১৯)
  • ঘরে ফেরা (২০২০)
  • একটুখানি (২০২১)
  • রিভেঞ্জ (২০২১)
  • ফিমেইল(২)২০২২
  • ব্যাড-ব্যাজ(২০২২)
  • দ্যা কিডনাপার(২০২২)

ওয়েব ধারাবাহিক[সম্পাদনা]

অভিনয় জীবন[সম্পাদনা]

পলাশ ২০১৪ সাল থেকে এখনও অবদি অভিনয় করতেছেন। তিনি বর্তমান সময়ের বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এবং করতেছেন। যেমন বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক "ব্যাচেলর পয়েন্ট" নাটকে তিনি কাবিলা চরিত্রে অভিনয় করতেছেন। এছাড়াও তিনি 'এক্স বয়ফ্রেন্ড', 'এক্স গার্লফ্রেন্ড', 'ব্যাচেলর ঈদ', 'ব্যাচেলর ট্রিপ', 'মি অ্যান্ড ইউ', 'ইনকমপ্লিট', 'মুঠোফোন'সহ আরো অনেক নাটকে অভিনয় করতেছেন।[৮] পরিচালনা করেছেন ফ্রেন্ড উইথ বেনিফিটসারপ্রাইজ[৯][১০][১১]

পরিচালনা[সম্পাদনা]

তিনি এই পর্যন্ত কয়েকজন জনপ্রিয় পরিচালকের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়াও নিজে কয়েকটি নাটক তৈরি করেছেন। তিনি তার পরিচালনায় "ফ্রেন্ড উইথ বেনিফিট" এবং "সারপ্রাইজ" নামক নাটক তৈরি করেছেন।[১২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পলাশ থেকে কাবিলা || সংস্কৃতি অঙ্গন"সমকাল। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০ 
  2. "এই সময়ের জনপ্রিয় অভিনেতা "জিয়াউল হক পলাশ" || সংস্কৃতি অঙ্গন"প্রতিক্ষণসংবাদ। ২০২০-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০ 
  3. "যেভাবে পরিচালক থেকে অভিনেতা হলেন পলাশ"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭ 
  4. "নোয়াখালীর ভাষা নিয়ে যা বললেন কাবিলা খ্যাত পলাশ"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭ 
  5. "পরিচালক হিসেবে প্রশংসা পাচ্ছেন পলাশ"চ্যানেল আই অনলাইন-US। ২০২১-০৫-২১। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭ 
  6. প্রতিবেদক, নিজস্ব। "পলাশের 'চাপাবাজি'ই দর্শকের পছন্দ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭ 
  7. "নাটক বানাতে গিয়ে ভক্তদের 'মধুর বিড়ম্বনায়' পলাশ"আরটিভি। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭ 
  8. "শেষ দৃশ্যে আমাদের অবস্থা দেখে জেলে থাকা আসামীরাও কেঁদেছে: পলাশ"চ্যানেল আই অনলাইন-US। ২০২১-০৪-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭ 
  9. "পলাশ থেকে কাবিলা..."সমকাল। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭ 
  10. "ঈদে পলাশের পরিচালনায় নাটক"বাংলাদেশ প্রতিদিন। ২০২১-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭ 
  11. "'কালা জইস্যা' পলাশের জন্মদিন আজ"এনটিভি। ২০২০-০২-০৩। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭ 
  12. "হতাশ হওয়ার কিছু নেই -জিয়াউল হক পলাশ"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭