জার্মানি-ব্রুনাই সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রুনাই-জার্মানি সম্পর্ক
মানচিত্র জার্মানি এবং ব্রুনাইয়ের অবস্থান নির্দেশ করছে

জার্মানি

ব্রুনাই

জার্মানি-ব্রুনাই সম্পর্ক বলতে জার্মানি এবং ব্রুনাইয়ের মধ্যকার দ্বিপাক্ষিক বৈদেশিক সম্পর্ককে বোঝানো হয়। ব্রুনাইয়ের দূতাবাস বার্লিনে, এবং জার্মানির দূতাবাস বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত।[১]

ইতিহাস[সম্পাদনা]

উভয় দেশের মধ্যে সম্পর্ক ১লা মে ১৯৮৪ সাল থেকে প্রতিষ্ঠিত হয়।[১][২] ১৯৮৫-তে, সুলতান হাসসান আল-বলকিয়াহ সর্বপ্রথম ব্যক্তিগত সফরে জার্মানিতে যান এবং ১৯৯৮ সালে একটি রাষ্ট্রীয় সফরে যান, যেখানে সরকারি সফরে ২০০২ ও ২০১১ সালে আবারো পরিদর্শন করেন।[২] অপরদিকে, চ্যান্সেলর হেলমুট কোল একটি সরকারি সফরে ১৯৯৭ সালে ব্রুনাই আসেন।[২]

অর্থনৈতিক সম্পর্ক[সম্পাদনা]

ব্রুনাই দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে জার্মানিকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে, যা ২০১১ সালে উভয়ের বাণিজ্যকে আনুমানিক ৩৪.৬ কোটি €তে উন্নীত করে।[৩] জার্মানি মূলত ব্রুনাইয়ে যানবাহন, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য এবং ভারী উপকরণাদি রপ্তানি করে থাকে।[২] দুই দেশের মধ্যে বিনিয়োগে উৎসাহপ্রদান ও প্রতিকূল প্রতিরোধ চুক্তিতেও সংশোধন আনা হয়।[৪]

শিক্ষা সম্পর্ক[সম্পাদনা]

জার্মানি এবং ব্রুনাইয়ের মধ্যে একটি শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম পরিচালিত হয় যার অংশ হিসেবে ২০০৮ সালে ব্রুনাইয়ের একদল শিক্ষার্থী জার্মান বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নের জন্য যায়।[৫]

আরো পড়ুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Brunei-Germany Relations"Ministry of Foreign Affairs and Trade (Brunei)। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "Germany and Brunei Darussalam (Bilateral relations)"। German Embassy in Bandar Seri Begawan। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪ 
  3. "Brunei Darussalam"। Federal Foreign Office (Germany)। ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪ 
  4. "Brunei-Germany ties lauded"। VIP News। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪ 
  5. "Ties between Brunei, Germany further strengthen"Xinhua News Agency। English People's Daily Online। ২৭ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪ 

টেমপ্লেট:Foreign relations of Brunei