জাপানি বটেরা
অবয়ব
জাপানি বটেরা Japanese quail | |
---|---|
![]() | |
Golden speckled is just one of the many names for this color type of Coturnix japonica | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Aves |
বর্গ: | Galliformes |
পরিবার: | Phasianidae |
উপপরিবার: | Perdicinae |
গণ: | Coturnix |
প্রজাতি: | C. japonica |
দ্বিপদী নাম | |
Coturnix japonica Temminck & Schlegel, 1849 |
জাপানি বটেরা (বৈজ্ঞানিক নাম: Coturnix japonica) (ইংরেজি: Japanese quail) হচ্ছে Phasianidae পরিবারের Coturnix গণের একটি পাখি।
বিবরণ
[সম্পাদনা]পুরুষ ও স্ত্রী পাখির রং একি রকম হয়। মাথার রং উজ্জ্বল হয় ও লেজ হলদে বাদামি হয়। পুরুষ পাখির বুকের পালক কালচে বাদামি ও কাল ছিটে থাকে। পুরুষরা পাখি স্ত্রী পাখির চেয়ে ছোট থাকে।
বিস্তৃতি
[সম্পাদনা]এই পাখি স্থানীয় হিসাবে ভুটান, চীন, ভারত, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া, মায়ানমার, রাশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম দেখা যায়।অস্থায়ীভাবে কম্বোডিয়া, ফিলিপাইন অংশে দেখা যায়। মাঝে মাঝে ইতালি, আমেরিকায় দেখা যায়।
বর্তমান অবস্থা এবং সংরক্ষণ
[সম্পাদনা]জাপানি বটেরা আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে প্রায় বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটিকে অনিশ্চিত ও অনুমান নির্ভর।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Coturnix japonica"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।