বিষয়বস্তুতে চলুন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, লাহোর

স্থানাঙ্ক: ৩১°৩৪′৩৬″ উত্তর ৭৪°২১′১২″ পূর্ব / ৩১.৫৭৬৭° উত্তর ৭৪.৩৫৩৩° পূর্ব / 31.5767; 74.3533
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (এনএমএসটি) পাকিস্তানের লাহোরের একটি জাদুঘর।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরটি একটি অলাভজনক ও স্থায়ী প্রতিষ্ঠান, যা সমাজ ও এর উন্নয়নে নিয়োজিত। এটি শিক্ষা, অধ্যয়ন এবং উপভোগের উদ্দেশ্যে মানবতা এবং এর পরিবেশের স্পর্শ ও অস্পর্শযোগ্য ঐতিহ্য অর্জন, সংরক্ষণ, গবেষণা, যোগাযোগ এবং প্রদর্শন করে। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত। ১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরটি পাকিস্তানের একমাত্র জাতীয় স্তরের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর হিসাবে কাজ করেছে। জনসাধারণকে সেবারদানের জন্য যাদুঘরটি ক্রমাগত বিজ্ঞান ও প্রযুক্তির জাদুঘর হিসাবে তার কার্যকারিতা উন্নত ও বর্ধিত করেছে। ২০১১ সালে ১৮তম সংশোধনীর প্রেক্ষিতে জাদুঘরটি এসইডি. পাঞ্জাবের একটি সংযুক্ত বিভাগে পরিণত হয়। এই বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরটি জিটি সড়কে অবস্থিত যা লাহোরের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী।

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]