জাতীয় জলপথ ৯৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় জলপথ ৯৭
সুন্দরবন জলপথে একটি পণ্যবাহী জাহাজ
বিস্তারিত
দৈর্ঘ্য৬৫৪ কিলোমিটার
মালিকানাভারতীয় জলপথ নিগম
পরিচালনাকারীভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ

জাতীয় জলপথ ৯৭ (ইংরেজি: National Waterway 97)[১] হল পণ্য ও যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ভারতের সুন্দরবনের নদীগুলি নিয়ে গড়ে ওঠা একটি জলপথ। এটি কাকদ্বীপ থেকে শুরু হয়ে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত চলেগেছে। জাতীয় জলপথ ৯৭ মোট ৬৫৪ কিলোমিটার দীর্ঘ। এই জলপথ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এই জলপথের গভীরতা ৩ মিটার রাখা সম্ভব হলে এই জলপথ ব্যবহার করে ভারতবাংলাদেশের মধ্যে ১,৫০০ থেকে ২,০০০ টন ধারণ ক্ষমতার পন্যবাহি বার্জ চলাচল করা সম্ভব হবে।

চলাচল[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]